জাহাজের ধাক্কায় বেসামাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিখ্যাত ব্রিজ! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকার (America) বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কি ব্রিজের (Francis Scott Key Bridge) সাথে একটি বড় কন্টেনার বোঝাই জাহাজের সংঘর্ষ ঘটেছে। এদিকে, এই ভয়াবহ সংঘর্ষের জেরে ব্রিজটি মুহূর্তের মধ্যে নদীতে ভেঙে পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এদিকে, ওই ব্রিজটি ভেঙে পড়ার সময়ে সেখানে অনেক যানবাহন ও মানুষ উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, ৭ টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে।

ইতিমধ্যেই নিউজ এজেন্সি রয়টার্স জানিয়েছে, বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্ট ব্রিজটি ভেঙে পড়ায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। ইতিমধ্যেই নদীতে মার্কিন কোস্টগার্ড থেকে শুরু করে বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য সংস্থা উদ্ধার অভিযান চালাচ্ছে। উল্লেখ্য যে, প্যাটাপস্কো নদীর ওপর থাকা এই ব্রিজটি ১৯৭৭ সালে নির্মিত হয়েছিল।

জানিয়ে রাখি যে, এই ব্রিজ ফ্রান্সিস স্কটের নামে উৎসর্গ করা হয়েছে। যিনি আমেরিকার জাতীয় সঙ্গীত লিখেছেন। এদিকে, ওই কার্গো জাহাজটির দৈর্ঘ্য ৯৪৮ ফুট বলে জানা গেছে। সংঘর্ষের পর জাহাজটিও ডুবে যায়। এদিকে, এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে জাহাজটির সাথে সেতুতে ধাক্কা লাগার পর মুহূর্তের মধ্যে ব্রিজটিকে ভেঙে পড়তে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ভোকাট্টা বেজিং, এই প্রথমবার এশিয়ার “বিলিয়নেয়ার ক্যাপিটাল” হল মুম্বাই! নয়া নজির ভারতের

পাশাপাশি, ওই সংঘর্ষের পর জাহাজটিতেও আগুন ধরে যায়। এই ব্রিজের দৈর্ঘ্য হল ৩ কিমি (১.৬ মাইল)। ডালি নামের জাহাজটিতে সিঙ্গাপুরের পতাকা উত্তোলন করা ছিল। এদিকে, ওই জাহাজটি গ্রেস ওশান প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে। যার ম্যানেজমেন্ট সিনার্জি মেরিন গ্রুপের কাছে ছিল। পাশাপাশি, জানা গিয়েছে, ওই জাহাজটি শ্রীলঙ্কায় যাচ্ছিল।

আরও পড়ুন: এবার ভারতে ঝড় তুলতে প্ৰস্তুত Xiaomi! লঞ্চ হতে চলেছে এই শক্তিশালী স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার্স

যদিও, দুর্ঘটনার সময়ে ওই ব্রিজে ঠিক কতজন মানুষ ও যানবাহন ছিল তা এখনও স্পষ্ট নয়। এদিকে, মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে, এই দুর্ঘটনার পর সমস্ত লেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল সরিয়ে দেওয়া হয়েছে। রয়টার্সের মতে, গ্রেস ওশান প্রাইভেট লিমিটেড জানিয়েছে যে, জাহাজে উপস্থিত সকল ক্রু সদস্য নিরাপদে রয়েছেন এবং কেউ আহত হননি। তবে, কিভাবে ওই জাহাজটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। জানিয়ে রাখি যে, প্যাটাপস্কো নদীর তাপমাত্রা এই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। এমতাবস্থায় দুর্ঘটনার পর নদীতে তলিয়ে যাওয়া মানুষদের জীবনের জন্য এটা মারাত্মক হতে পারে। কারণ নিম্ন তাপমাত্রার কারণে হাইপোথার্মিয়ার ঘটনা ঘটতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর