বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ ইতিমধ্যেই শেষ হয়েছে RCB (Royal Challengers Bengaluru)-র সফর। গত বুধবার IPL ২০২৪-এর এলিমিনেটর ম্যাচে রাজস্থানের (Rajasthan Royals) কাছে পরাজিত হয় বেঙ্গালুরু। আর তার সাথে সাথেই কেরিয়ারে ইতি পড়ল কিংবদন্তি উইকেট-রক্ষক ব্যাটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik)।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, টুর্নামেন্ট শুরুর আগেই কার্তিক জানিয়েছিলেন IPL-এ এটাই তাঁর শেষ মরশুম। আমরা যদি কার্তিকের IPL-এর পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে তিনি IPL-এর শুরু থেকেই এই টুর্নামেন্টের অংশ ছিলেন। পাশাপাশি, ১৭ টি মরশুমের সবকটিতেই তিনি খেলেছেন। এই দীর্ঘ সফরে তিনি মোট ৬ টি ভিন্ন দলের অংশ ছিলেন।
এই দলগুলিতে খেলেছেন DK: কার্তিকের IPL কেরিয়ার শুরু হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের সাথে। তারপরে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স এবং পরবর্তীকালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন।
করেছেন বিপুল রোজগার: এবারে আসি কার্তিকের IPL থেকে রোজগারের প্রসঙ্গে। তিনি প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকেই ভালো অঙ্কের বিড পেয়েছিলেন। এইভাবে তিনি ১৭ বছরের কেরিয়ারের মোট ৯২.৪২ কোটি টাকা বেতন পেয়েছেন।
আরও পড়ুন: মোটেও করবেন না এই ভুল! নাহলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল RBI
সবথেকে বেশি উপার্জন করেছেন KKR থেকে: তবে, কার্তিক সবথেকে বেশি অর্থ উপার্জন করেছেন কলকাতা নাইট রাইডার্স থেকে। তিনি এই ফ্র্যাঞ্চাইজি থেকে ২৯.৬ কোটি টাকা আয় করেন। এর পাশাপাশি RCB থেকে ৪ টি মরশুমে তিনি আয় করেছেন ২৭ কোটি টাকা।
আরও পড়ুন: “মমতা ব্যানার্জির নির্দেশে….”, কোলাঘাটের বাসভবনে হানা দেওয়া পুলিশ আধিকারিকদের ছবি প্রকাশ শুভেন্দুর
সর্বোচ্চ বেতন: দীনেশ কার্তিক IPL-এ মোট ১৭ টি মরশুমে খেলে ২০১২-র মরশুমে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন। সেই সময়ে তিনি দিল্লি ডেয়ারডেভিলসে খেলতেন। ওই মরশুমে তাঁর বেতন ছিল ১২.৫ কোটি টাকা।