IPL থেকে আয় ৯২ কোটি, এবার নিলেন অবসর! KKR-এ খেলে ফুলেফেঁপে ওঠেন দীনেশ কার্তিক

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ ইতিমধ্যেই শেষ হয়েছে RCB (Royal Challengers Bengaluru)-র সফর। গত বুধবার IPL ২০২৪-এর এলিমিনেটর ম্যাচে রাজস্থানের (Rajasthan Royals) কাছে পরাজিত হয় বেঙ্গালুরু। আর তার সাথে সাথেই কেরিয়ারে ইতি পড়ল কিংবদন্তি উইকেট-রক্ষক ব্যাটার দীনেশ কার্তিকের (Dinesh Karthik)।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, টুর্নামেন্ট শুরুর আগেই কার্তিক জানিয়েছিলেন IPL-এ এটাই তাঁর শেষ মরশুম। আমরা যদি কার্তিকের IPL-এর পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে তিনি IPL-এর শুরু থেকেই এই টুর্নামেন্টের অংশ ছিলেন। পাশাপাশি, ১৭ টি মরশুমের সবকটিতেই তিনি খেলেছেন। এই দীর্ঘ সফরে তিনি মোট ৬ টি ভিন্ন দলের অংশ ছিলেন।

এই দলগুলিতে খেলেছেন DK: কার্তিকের IPL কেরিয়ার শুরু হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসের সাথে। তারপরে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স এবং পরবর্তীকালে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন।

Dinesh Karthik earned a lot of money playing for KKR.

করেছেন বিপুল রোজগার: এবারে আসি কার্তিকের IPL থেকে রোজগারের প্রসঙ্গে। তিনি প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকেই ভালো অঙ্কের বিড পেয়েছিলেন। এইভাবে তিনি ১৭ বছরের কেরিয়ারের মোট ৯২.৪২ কোটি টাকা বেতন পেয়েছেন।

আরও পড়ুন: মোটেও করবেন না এই ভুল! নাহলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল RBI

সবথেকে বেশি উপার্জন করেছেন KKR থেকে: তবে, কার্তিক সবথেকে বেশি অর্থ উপার্জন করেছেন কলকাতা নাইট রাইডার্স থেকে। তিনি এই ফ্র্যাঞ্চাইজি থেকে ২৯.৬ কোটি টাকা আয় করেন। এর পাশাপাশি RCB থেকে ৪ টি মরশুমে তিনি আয় করেছেন ২৭ কোটি টাকা।

আরও পড়ুন: “মমতা ব্যানার্জির নির্দেশে….”, কোলাঘাটের বাসভবনে হানা দেওয়া পুলিশ আধিকারিকদের ছবি প্রকাশ শুভেন্দুর

সর্বোচ্চ বেতন: দীনেশ কার্তিক IPL-এ মোট ১৭ টি মরশুমে খেলে ২০১২-র মরশুমে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন। সেই সময়ে তিনি দিল্লি ডেয়ারডেভিলসে খেলতেন। ওই মরশুমে তাঁর বেতন ছিল ১২.৫ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর