বিয়ে সারলেন দীপঙ্কর দে ও দোলন রায়, ৭৫-এর দীপঙ্কর মালা পরালেন ৪৯-এর দোলনের গলায়

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দীপঙ্কর দে ও দোলন রায়। বহু বছর ধরে লিভ ইন রিলেশনশিপে থাকার পরে গতকাল অর্থাৎ ১৬ জানুয়ারি আইনি ভাবে বিয়ে করলেন তাঁরা। রেজিস্ট্রি করে বিয়ে সারলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়।

দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। সান্ধ্যকালীন ওই উপস্থিত ছিলেন বর-কনের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবরা। একেবারেই পারিবারিক ভাবে, ছিমছাম ভাবে করা হয়েছিল বিয়ের আয়োজন। তবে দুজনকেই দেখা গেল খুব সুন্দর ভাবে সাজতে। আয়োজন সামান্য হলেও বিয়ের সাজে কোনও কমতি রাখতে চাননি দুজনের কেউই।

22424

দোলনের পরনে ছিল লাল বেনারসী। সোনার গয়না , হাতে শাখা পলা ও মাথায় লাল ফুল। সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বৌয়ের মতোই দেখাচ্ছিল তাঁকে। অপরদিকে দীপঙ্কর দে পরেছিলেন সাদা পাঞ্জাবি ও ধুতি।  অতিথি অভ্যাগতদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা তথা নাট্যকার ব্রাত্য বসু, ধ্রুব কুণ্ডু, সৌমিত্র মিত্র, শীর্ষ সেন ও লেখক তথা সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই লিভ ইন রিলেশনে ছিলেন দীপঙ্কর ও দোলন। জানা যায়, ১৭ বছরের বিবাহিত জীবনের স্ত্রী ও দুই মেয়েকে ছেড়ে দোলনের প্রেমে পড়েন দীপঙ্কর। একসঙ্গে থাকতে শুরু করেন দুজন। তবে তাঁদের এই সম্পর্কে আইনি স্বীকৃতি না থাকলেও সেই নিয়ে রাখঢাক করতেও দেখা যায়নি দুজনের কাউকেই। সমাজের তোয়াক্কা না করে একে অপরের সঙ্গে বেশ সুখেই ছিলেন তাঁরা। অবশেষে এই ৭৫-এ এসে ৪৯-এর দোলনের গলাতেই মালা পরালেন দীপঙ্কর।

Niranjana Nag

সম্পর্কিত খবর