সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন? উনিও বাংলার সংষ্কৃতি! পরিচালকের পোস্টে নয়া বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যের সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি কেন? হলেনই বা বাংলার মুখ্যমন্ত্রী, তবুও সর্বত্র তাঁর ছবি থাকতে হবে? পরিচালক সুমন ঘোষের (Suman Ghosh) পোস্টে তোলা হয়েছে এমনি প্রশ্ন। আরো স্পষ্ট করে বললে, তাঁর ছোট্ট দুই মেয়ের মনে জেগেছে এমনতর জিজ্ঞাসা। আর সেটাই কথোপকথনের আকারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরিচালক।

ফ্লোরিডার আটলান্টিক ইউনিভার্সিটির অধ্যাপক পরিচালক সুমন ঘোষ। সম্প্রতি দুই মেয়েকে নিয়ে নিজের শহর কলকাতায় এসেছিলেন তিনি। তিন সপ্তাহের ছুটি কাটিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময়ে কিছু প্রশ্ন উঠে এসেছে পরিচালকের দুই মেয়ের মনে। তাদের বয়স অবশ্য খুব বেশি নয়। ছোটটির বয়স মোটে সাত বছর।

suman ghosh

দুই মেয়ের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সুমন ঘোষ। রাস্তার ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি হোর্ডিং দেখিয়ে ছোট মেয়ে লীলা প্রশ্ন করে, ‘এই ভদ্রমহিলা কে? ওঁর ছবি তো সর্বত্র’। পরিচালক তখন মেয়েকে বোঝান, উনি বাংলার মুখ্যমন্ত্রী।

কিন্তু তাতেও জিজ্ঞাসা বন্ধ হয়নি লীলার। সে পালটা প্রশ্ন করে, কিন্তু ওঁর ছবি সব জায়গায় কেন? এবার মুখ খোলে পরিচালকের বড় মেয়ে মায়া। বোনের প্রতি তার প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে নিয়ে তার সমস্যা কোথায়? উত্তরে লীলা জানায়, তার সমস্যা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সব জায়গায় কেন?

দুই মেয়েকে থামাতে আসরে নামেন পরিচালক নিজে। বলেন, এবারে তারা বাংলার সংষ্কৃতি সম্পর্কে কত কিছু জানতে পেরেছে। শান্তিনিকেতন, কলেজ স্ট্রিট, বইয়ের দোকান, দক্ষিণেশ্বর কত কিছু। সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে ছোট কন্যার মন্তব্য, ‘আর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও বাংলার সংষ্কৃতি’। এই পোস্টের সঙ্গে অবশ্য পরিচালক লিখে দিয়েছেন, এটি একটি অরাজনৈতিক পোস্ট। শুধুমাত্র মেয়েদের কথোকথনটাই তিনি তুলে ধরেছেন। নেটিজেনরা অবশ্য লীলা মায়ার কথা শুনে মুখ টিপে হাসছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর