‘নটি বিনোদিনী’র সঙ্গে শ্রীরাকৃষ্ণের সাক্ষাৎ, ‘রাণী রাসমণি’র অন্তিম পর্বে আবারো ফিরছেন দিতিপ্রিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সত‍্যিটা ঠেকিয়ে রাখা গেল না। শেষমেষ শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’ (karunamoyee rani rasmoni)। বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শেষের পথে জি বাংলার ইতিহাস নির্ভর এই জনপ্রিয় সিরিয়াল। মাঝে কিছুটা আশা জাগালেও এবার জানা গেল, যা রটেছে তা সত‍্যিই ঘটতে চলেছে। রাণী রাসমণি আর মাত্র কিছুদিনেরই অতিথি।

আগামী ১৩ ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্ত‍র পর্ব’। ইতিমধ‍্যেই হয়ে গিয়েছে শেষ শুটিং। গত ১০ ফেব্রুয়ারিই শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে। শুট শেষের পর সিরিয়ালের গোটা টিম মিলে কেক কাটা হয়েছে। ১৫০০ পর্ব অতিক্রম করে গেলেও চোখে জল সকলের। দীর্ঘদিন একসঙ্গে থাকায় সকলেই একটা পরিবারের মতো হয়ে উঠেছিলেন। শেষ লগ্নে তাই চোখ ভিজেছে সকলেরই।


দীর্ঘ পাঁচ বছর ধরে চলেছে করুণাময়ী রাণী রাসমণি। জানা যাচ্ছে, শেষ পর্বে এক দারুন চমক দিয়ে বিদায় নিচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল। অন্তিম পর্বে আবারো ফিরবেন রাণীমা অর্থাৎ দিতিপ্রিয়া রায় (ditipriya roy)। সেই চেনা সাদা শাড়ি, মাথায় ঘোমটা আর গায়ে ঘিয়ে শাল নিয়ে ধরা দেবেন সকলের প্রিয় রাণীমা।


তবে তিনি একা নন। সঙ্গে থাকবেন ইতিহাসের আরো এক খ‍্যাতনামা চরিত্র। তিনি নটী বিনোদিনী। বারবণিতা বিনোদিনী প্রসিদ্ধ নাট‍্যকার গিরীশ ঘোষের হাত ধরে তিনি নাটকের জগতে আসেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সাক্ষাতে এসে মনের আমূল পরিবর্তন হয় নটী বিনোদিনীর। সেই ঘটনা দিয়েই সিরিয়ালটি শেষ করা হবে বলে খবর।


নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে ‘মিঠাই’ এর শ্রীতমা ওরফে দিয়া মুখোপাধ‍্যায়কে। দিতিপ্রিয়াকে আবারো রাসমণির সেটে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সহ অভিনেতা অভিনেত্রীরা। এক দিনের জন‍্য ফিরলেও আবারো আবেগঘন হয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া।

প্রসঙ্গত, রাণী রাসমণি শেষ হয়ে সন্ধ‍্যা ছটার স্লটে আসছে অপরাজিতা অপু। অপরদিকে অপুর স্লট বদলে সেই জায়গা নিচ্ছে নতুন সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই সিরিয়াল।

সম্পর্কিত খবর

X