বাংলাহান্ট ডেস্ক: বয়স বাড়ল রাণী রাসমণি থুড়ি দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy)। ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তাঁর পর্ব কবেই চুকেবুকে গিয়েছে। এখন আর তিনি রাণীমা নন। প্রৌঢ়া রাণীমার খোলস ছেড়ে তিনি এখন উনিশের দিতিপ্রিয়া। ১০ অগাস্ট উনিশে পা দিয়েছেন তিনি। টিনএজের শেষ ধাপে এখন দাঁড়িয়ে দিতিপ্রিয়া।
সিরিয়াল শেষ হলেও কাজ থেকে অব্যাহতি পাননি তিনি। ফটোশুটের পাশাপাশি ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র দ্বিতীয় কিস্তির জন্য শুট শুরু করেছেন। জন্মদিনের সকাল থেকেই ছিল শুটিং। তাই পার্টির চিন্তা আপাতত ভুলতে হয়েছে দিতিপ্রিয়াকে। তিনি জানান, এদিন বিকেল চারটে পর্যন্ত শুট রয়েছে। তারপর হবে রিহার্সাল। সব মিলিয়ে সারাদিন ব্যাপী সিডিউল।
তবে জন্মদিনের কেক শুটিং সেটেই কেটেছেন অভিনেত্রী। মেকআপ আর্টিস্টরা কেক নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছেন তাঁকে। তা এমন বিশেষ দিনে পার্টি না হোক ভালমন্দ খাওয়াদাওয়া তো হবে? কিন্তু নাহ, দিতিপ্রিয়ার ভাগ্যে জন্মদিনের মেনুতে জুটল ডালসেদ্ধ আর ভাত। মন খারাপ তো হবেই। তবে অভিনেত্রী জানালেন, বাংলা ক্যালেন্ডারের হিসেবে বুধবার পড়ছে তাঁর জন্মদিন। উপরন্তু ওইদিন তাঁর ছুটি। তাই বাড়িতেই ছোটখাট পার্টির আয়োজন করা হয়েছে।
পার্টি মানেই বন্ধুবান্ধব। এর আগে দিতিপ্রিয়ার বাড়ির পার্টিতে দেখা গিয়েছিল বিশ্বাবসু বিশ্বাস ও আদৃত রায়কে। কিন্তু বিশ্বাবসু ‘মিঠাই’ সিরিয়াল ছেড়ে দিতেই গুঞ্জন ওঠে দিতিপ্রিয়ার সঙ্গে ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়েছেন আদৃত এবং বিশ্বাবসু। ফলতঃ দুই সহ অভিনেতার মধ্যে ইগোর লড়াই এবং বিশ্বাবসুর মিঠাই ত্যাগ। এই বিষয়ে বিশ্বাবসু এবং দিতাপ্রিয়া দুজনেই সাফ জানিয়েছিলেন এ নেহাতই গুজব।
https://www.instagram.com/reel/CSEroHzK4of/?utm_medium=copy_link
দিতিপ্রিয়ার কথায়, বিশ্বাবসু (দিতিপ্রিয়া ডাকেন বিশ্ববাংলা) তাঁর দাদার মতো। রাসমণির সেটে গৌরব চট্টোপাধ্যায় ও বিশ্বাবসু দুজনেই তাঁকে আগলে রাখতেন। উপরন্তু অতি সম্প্রতি সব গুঞ্জন ফুৎকারে উড়িয়ে মিঠাই পরিবারের সঙ্গে আড্ডায় মাততেও দেখা গিয়েছে প্রাক্তন ‘স্যান্ডি’কে। তাই দিতিপ্রিয়ার জন্মদিনের পার্টিতে দুই অভিনেতাকে ফের একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না নেটিজেনরা।