কলকাতা নয়, এই অবহেলিত ভূ-খণ্ডই পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা! নাম জানেন?

বাংলা হান্ট ডেস্ক : জীবনে একটা ভালো চাকরি করার স্বপ্ন তো সকলেরই থাকে। ভালো পদমর্যাদা, মাসের শেষে মোটা টাকার উপার্জন কে না চায়! যে কারণে সরকারি চাকরির প্রস্ততিও নেন অনেকে। তাদের জন্য সাধারণ জ্ঞান (General Knowledge) ও কারেন্ট অ্যাফেয়ার্সের খবরাখবর খুব গুরুত্বপূর্ণ। কারণ লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ (Interview) -তে এই ধরনের প্রশ্নগুলোই বেশি করা হয়। আজকের প্রতিবেদনে এরকমই কয়েকটি প্রশ্ন আনা হল পাঠকদের জন্য।

১) প্রশ্নঃ ‘গ্রামরত্ন’ বলা হয় পশ্চিমবঙ্গের কোন গ্রামকে?
উত্তরঃ ‘গ্রামরত্ন’ বলা হয় নদীয়ার ফুলিয়াকে ।
২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলা খরার জেলা নামে পরিচিত? উত্তরঃ পশ্চিমবঙ্গের পুরুলিয়া খরার জেলা নামে পরিচিত।
৩) প্রশ্নঃ হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?
উত্তরঃ হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করা হয়েছে।
৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন হাসপাতালে শুধুমাত্র বিদেশীদের চিকিৎসা হত?
উত্তরঃ অনেকেই হয়ত জানেননা যে, ১৭০৭ থেকে ১৭৭০ পর্যন্ত পিজি হাসপাতালে শুধুমাত্র বিদেশীদের চিকিৎসা হতো। এরপর ১৮৭৩ সালে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন। পরবর্তী সময়ে ১৯৫৪ সালে পিজি নাম বদল করে শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল (SSKM) রাখা হয়।

৫) প্রশ্নঃ মন্দিরের নগর কোন শহরকে বলা হয়?
উত্তরঃ বারাণসী কে মন্দিরের নগর বলা হয়।
৬)প্রশ্নঃ মৌসুমী রাজ্য বলা হয় ভারতের কোন রাজ্যটিকে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ ভারতের মৌসুমী রাজ্য বলে খ্যাত।
৭) প্রশ্নঃ ভারতের মধ্যে সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কোথায়? উত্তরঃ সবজি উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন কোনটি?
উত্তরঃ শিলিগুড়ি টাউন স্টেশন হল দেশের তৃতীয় সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন।

untitled design 20230810 185732 0000

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন ডাক্তার মাত্র এক টাকায় রোগী দেখার জন্য পদশ্রী পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ বোলপুরের ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
১১) প্রশ্নঃ এশিয়ার রোম বলা হয় কোন শহরকে?
উত্তরঃ দিল্লি কে এশিয়ার রোম নামে পরিচিত।

১২) প্রশ্নঃ নীল পর্বত কোন পর্বতকে বলা হয়?
উত্তরঃ নীলগিরি পর্বত কে নীল পর্বত নামে পরিচিত।
১৩) প্রশ্নঃ কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয় ?
উত্তরঃ বেঙ্গালুরু কে বলা হয় ভারতের উদ্যান নগরী।
১৪) প্রশ্নঃ বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে?
উত্তরঃ নবদ্বীপ হল বাংলার অক্সফোর্ড।
১৫) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? উত্তরঃ ২০১১ সালের গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা হিসেবে যে নামটা উঠে এসেছে তা হল পূর্ব মেদিনীপুর। সমীক্ষায় দেখা গেছে এই জেলার শতকরা ৮৭.৬৬ মানুষ শিক্ষিত, যেখানে কলকাতা ৮৭.১৪%।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর