বাংলা হান্ট ডেস্কঃ সারমেয় যে প্রভু ভক্ত সেটা আমরা সবাই জানি, কিন্তু ওদের যদি একটু ট্রেনিং দেওয়া হয় তাহলে তাঁরা অনেক বুদ্ধিমানও হয়ে যায়। এরকমই এক বুদ্ধিমান সারমেয়র ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে। সেখানে একটি সারমেয়কে টয়লেট ব্যবহার করে কোমোডে প্রসাব করতে দেখা যাচ্ছে। প্রসাবের পর সে নিজে থেকেই কোমোডের ঢাকনা বন্ধ করে দেয় আর ফ্লাশ করে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সারমেয়ের এই ভিডিওটিকে সবাই খুব পছন্দ করছে।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভাইরাল ভিডিও (Viral Video) দেখে অবাক হচ্ছে সবাই। আসলে আমরা কুকুরকে মাছ খাওয়া দেখতে অভ্যস্ত, কিন্তু এরকম ঘটনা সত্যিই বিরল। এমনকি ভিডিওতে কুকুরটিকে মাছের প্রাণও বাঁচাতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে এই ভিডিও ভাইরাল হচ্ছে। আর সবাই এই ভিডিও দেখে নিজের মতো করে মন্তব্য করছে।
কুকুরকে মানুষের সবথেকে বড় এবং বিশ্বস্ত বন্ধু হিসেবেই জানি আমরা। কুকুর যেমন মনিবের বাড়িকে চোর, ডাকাতদের থেকে সুরক্ষিত রাখে। তেমনই মনিবের প্রাণ বাঁচানোর জন্যও তাঁরা সবসময় এগিয়ে আসে। আমরা অনেকবার দেখেছি যে, কুকুর মনিবের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। এমনকি জলে ডুবতে থাকা মনিবকে বাঁচানোর জন্য জলে লাফ দিচ্ছে কুকুর। কিন্তু মাছকে বাঁচানো কুকুরের ঘটনা আজ আমরা প্রথম দেখলাম।
https://twitter.com/backt0nature/status/1309992143960727552
এটিও পড়ুনঃ জলের উপর দিয়ে খেয়াল খুশি মতো দৌড়ে চলেছে হরিণ। ভাইরাল ভিডিও (Viral Video) দেখে গোটা বিশ্ব তাজ্জব হয়ে গিয়েছে। জলের উপর দিয়ে এরকম ভাবে দৌড়ে অথবা হেঁটে যাওয়া আদৌ কি সম্ভব? সেটা নিয়েই এখন চলছে গবেষণা। তবে ভাইরাল এই ভিডিও (Video) যে কোটি কোটি মানুষের নজর কেড়েছে সেটা বলাই বাহুল্য। অনেকের মতেই এরকম ভিডিও এখনো পর্যন্ত কোনওদিন তাঁরা দেখেনি।
https://twitter.com/backt0nature/status/1309328772794134531
দশ সেকেন্ডের এই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে, আমেরিকার এক বিশেষ প্রজাতির হরিণ (moose) অবাধে নিজের খেয়াল খুশিত মতো নদীর জলে দৌড়ে চলেছে। তাঁর পাশ দিয়েই একটি স্পীড বোট যাচ্ছে, আর সেই স্পীড বোটের সাথে গতিতেও পাল্লা দিয়েছে ওই হরিণ। প্রথমে স্পীড বোটটির ডানদিকে ছিল হরিণটি, এরপর স্পীড বোটটিকে ওভারটেক করে বাঁ দিকে চলে যায় হরিণটি। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও দেখে ঘুম উড়েছে সবার।