উন্নয়নের জন্য গোটা বিশ্বে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাবেনঃ দোলা সেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিনের মধ্যে রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। আর তাঁর আগে শাসক থেকে বিরোধী দলের নেতা, নেত্রীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজের দলের জন্য ভোট চাইতে মানুষের দরবারে যাচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরাচ্ছেন। কম যাচ্ছে না বিজেপিও, তাঁরা রাজ্যের চারিদিকে একের পর এক কর্মসূচি করে রাজ্য সরকারকে ঘেরার চেষ্টা চালাচ্ছে।

এরকমই কিছু দেখা গেল গতকাল হুগলীর চুঁচুড়ার পিপুলপাতিতে। সেখানে মজদুর ইউনিয়নের সভা থেকে একদিকে যেমন বিরোধীদের একহাতে নিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কাজের খতিয়ানও তুলে ধরলেন। পিপুলপাতি মজদুর ইউনিয়নের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

আর মুখ্যমন্ত্রীর প্রশংসার সময় তিনি এও বলেন যে, যদি উন্নয়নে নোবেল দেওয়া হত তাহলে প্রতি বছরই সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ই পেতেন। দোলা সেন বলেন, ‘অর্থনীতি, শান্তি সাহিত্যের জন্য নোবেল দেওয়া হয়। আমরা নিশ্চিত যতদিন নোবেল কমিটি উন্নয়নের কাজের জন্য এই পুরস্কার দেবে প্রতি বছর সারা পৃথিবীর মধ্যে সেই নোবেল পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

X