‘সংঘর্ষ থামিয়ে দিয়েছি’, ব্যবসার ‘শর্ত’ দিয়েই বাগে এনেছেন ভারত-পাকিস্তানকে? ফের কৃতিত্ব নিয়ে হুড়োহুড়ি ট্রাম্পের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ফের একবার রঙ্গমঞ্চ অবতীর্ণ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবারই তিনি ঘোষণা করেছিলেন, আমেরিকার ‘মধ্যস্থতা’য় সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ। তারপরেও ফের একবার যেচেপড়ে কৃতিত্ব টেনে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গেই ব্যবসা বাড়িয়ে দেবেন। এবার সেই প্রসঙ্গ টেনেই ট্রাম্পের (Donald Trump) বক্তব্য, তিনি বাণিজ্য আটকে দেওয়ার কথা বলতেই সংঘর্ষ থামিয়ে দিয়েছে ভারত পাকিস্তান!

ভারত পাকিস্তান নিয়ে কী বললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)?

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এদিন বলেন, শান্তি স্থাপনে বড় ভূমিকা পালন করেছে আমেরিকা। বিশেষ করে এক্ষেত্রে বাণিজ্যকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, “আমরা অনেক সাহায্য করেছি, বাণিজ্যের দিক দিয়েও সাহায্য করেছি। এরপরেই ট্রাম্প (Donald Trump) বলেন, ” আমি তাঁদের বলেছিলাম, আমরা আপনাদের সঙ্গে বাণিজ্য অনেক বাড়িয়ে দেব, যদি আপনারা সংঘাত বন্ধ করেন তাহলে। বন্ধ না করলে বাণিজ্য হবে না। তারপরেই হঠাৎ তাঁরা বললেন, ঠিক আছে আমি সংঘর্ষ বন্ধ করে দিচ্ছি আর সত্যিই তাই করলেন”।

Donald Trump again talks about india pakistan ceasefire

মার্কিন মধ্যস্থতা নিয়ে মন্তব্য ট্রাম্পের: ট্রাম্প (Donald Trump) আরো বলেন, মার্কিন প্রশাসন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে সাহায্য করেছে। তাঁর মতে, এটা স্থায়ী যুদ্ধ বিরতি হতে চলেছে। দুই দেশের কাছেই প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে। হোয়াইট হাউসে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প (Donald Trump) বলেন, তাঁর প্রশাসন একটি পরমাণু সংঘর্ষ থামিয়ে দিয়েছে। তিনি যেভাবে বাণিজ্যকে ব্যবহার করেছেন তা কেউ করেনি বলেও দাবি করেন ট্রাম্প।

 

আরো পড়ুন : হাসিনার বিরুদ্ধে শুরু তদন্ত, বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ! নতুন করে অশান্ত হবে ইউনূসের দেশ?

আগেও কৃতিত্ব নিতে চেয়েছেন প্রেসিডেন্ট: উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি গর্বিত যে এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ পদক্ষেপ নিতে আমেরিকা সাহায্য করতে পেরেছে। আলোচনা ছাড়াই, উল্লেখযোগ্যভাবে দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়িয়ে দিতে চলেছি আমি। আমি দুজনের সঙ্গেই কাজ করবে যাতে ‘হাজার বছর’ পর কাশ্মীরের বিষয়ে কোনো সমাধান পাওয়া যায় কিনা।’

আরো পড়ুন : শুধু শব্দ নয়, আবেগ, শুধু উত্তরপ্রদেশেই ১৭ জন সদ্যোজাতর নামকরণ হল ‘সিঁদুর’!

সংঘর্ষ বিরতির জন্য পাকিস্তান আমেরিকাকে ধন্যবাদ জ্ঞাপন করলেও ভারতের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, ভারত এবং পাকিস্তানের ডিজিএমওর মধ্যেই কথাবার্তায় সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাঝেই নরেন্দ্র মোদীর দেশের প্রতি বার্তার আগেই ফের আগ বাড়িয়ে ট্রাম্পের এহেন মন্তব্য অসন্তোষ বাড়িয়েছে বিভিন্ন মহলে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X