বাংলায় একদিনে জোড়া শ্যুটআউট! তুমুল শোরগোল রাজ্যে

   

বাংলা হান্ট ডেস্কঃ একদিনে রাজ্যের দুই জেলায় শ্যুটআউটের ঘটনা। সোমবার জোড়া শ্যুটআউটের সাক্ষী থাকল বাংলা (West Bengal)। একটি ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায় এবং আরেকটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগ্ণার মগরাহাটে (Magrahat)। কালনায় একজন ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। অন্যদিকে মগরাহাটে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

কালনা স্টেশনের (Kalna Station) পাশেই স্বপন মাঝির চায়ের দোকান। সোমবার রাতে এখানেই এক ব্যক্তিকে গুলি (Shootout) করে খুন করা হয়। মৃতের নাম মিলন সিং ওরফে রাজা (৩৮)। তাঁর বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগরে। জানা যাচ্ছে, স্বপন মাঝির চায়ের দোকানে কাজ করতেন তিনি। গতকাল রাতে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করে এক দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে (West Bengal)।

জানা যাচ্ছে, গতকাল রাত ১০টা নাগাদ চায়ের দোকানে বসে খাবার খাচ্ছিলেন মিলন। অভিযোগ, সেই সময় বাইক নিয়ে ৪ জন দুষ্কৃতী আসেন। তাঁদের মধ্যে একজন সোজা দোকানে ঢুকে যান। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন মিলনকে। এরপর পালিয়ে যায় তাঁরা। প্রয়াত মিলনের স্ত্রী বলেন, তাঁর স্বামী তৃণমূল কংগ্রেস করতো। তবে দোকান মালিকের ছেলের দাবি, তাঁর কাছে নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছিলেন মিলন।

আরও পড়ুনঃ কন্যা সন্তান হলেই ২ লাখ টাকা দেবে সরকার! নয়া প্রকল্পে খুশির হাওয়া রাজ্যে

মঙ্গলবার ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। তিনি জানান, পুলিশের খাতায় মৃতের নাম ছিল। তাঁর অপরাধ যোগের দাবি করেছেন তিনি। গ্যাং ওয়ারের কারণে এই খুন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

West Bengal double shootout Kalna Magrahat

অন্যদিকে গতকাল রাতেই মগরাহাটের দিঘীর পাড় এলাকায় গুলি চলে। এলাকাবাসীর কথায়, ব্যবসার কাজ সেরে ফিরছিলেন ব্যবসায়ী অশোক ছাতুই। সেই সময়ই গুলি চালানো হয়। তবে পুলিশের দাবি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশীর থেকে লক্ষাধিক টাকা নিয়েছিলেন ওই ব্যক্তি। সেই টাকা ফেরত চাইতেই লুঠের ‘নাটক’ করেন তিনি। তিনি নিজেই গুলি চালিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর