হাতে মদের বোতল, মাটিতে গড়াগড়ি খেয়ে নেচে চলেছেন এক মহিলা! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় আমরা একাধিক সময়ে নানা বৈচিত্র্যময় ভিডিও দেখতে পাই, যে সকল ভিডিও আমাদের কখনো হতভম্ব করে তোলে তো আবার কখনো ভিডিওগুলি বেশ মজাদারও হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে আপনারা যেমন হতভম্ব হবেন ঠিক তেমনি ভাবে হাসি আটকে রাখাও মুশকিল হয়ে পড়বে।

AJ siddiqui নামক এক ব্যক্তি তার ইউটিউব একাউন্টে পোস্ট করেন ভিডিওটি। ভিডিওয় একটি বিবাহ অনুষ্ঠানের দৃশ্য চোখে পড়বে। বিয়ের অনুষ্ঠান বলতে আমাদের মাথায় প্রথমেই যে বিষয়টি উঠে আসে, তা হলো গানের তালে সকলের নেচে ওঠা। পরিবার থেকে শুরু করে আত্মীয়দের নাচের তালে মশগুল হয়ে ওঠার দৃশ্য বেশ আকর্ষণীয় হয়। তবে এ ক্ষেত্রে পুরুষরা সামনের সারিতে থাকলেও মহিলারা যে কম যান না, সেই প্রমাণই উঠে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওয়।

এখানে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মধ্যেই ব্যাকগ্রাউন্ডে চলছে ‘Do Ghoont Pila De Saqiya’ গানটি এবং গানের তালে হঠাৎই বেগুনি শাড়ী পরিহিত এক মহিলা অদ্ভুত রকমের নাচ শুরু করে। এরপরই দেখা যায় হঠাৎ মাটির মধ্যে গড়াগড়ি খেতে থাকে মহিলাটি এবং তার হাতে থাকে একটি মদের বোতল। সেই বোতল থেকে পানীয় খেতে খেতেই নেচে চলে সে। ভিডিওর পরবর্তী অংশে অপর এক মহিলা তাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেও উল্টে সেই মহিলাটিকেই মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে।

এরপর মদাসক্ত সেই মহিলাটি উঠে দাঁড়ান এবং অনুষ্ঠানে উপস্থিত বেশ কিছু ব্যক্তিকেও পরবর্তীতে তার সঙ্গে তাল মেলাতে দেখা যায়। মহিলার এহেন কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভিডিওর পরবর্তী অংশে আবার সে জোরপূর্বক এক ব্যক্তিকে মদ খাওয়ানোয় চেষ্টারত হন। এরপরই শেষ হয় ভিডিওটি।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকল সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

https://www.youtube.com/watch?v=J60Utx2Ck1M

Sayan Das

সম্পর্কিত খবর