কোহলির পাশাপাশি দু প্লেসিসের দুরন্ত ব্যাটিং! অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে গেলেন প্রোটিয়া তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে দুপুরের ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ম্যাচ শুরুর আগে বড় চমক দেখা গেল। আজ আরসিবির হয়ে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি (Virat Kohli)। শেষ ম্যাচে চোট পেয়েছিলেন বর্তমানের নিয়মিত অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস (Faf du Plessis), তাই তিনি ফিল্ডিং করবেন না। কোহলিকে তাই ২০২১ সালের পর ফের একবার অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে!

kohli np

যদিও আজ অধিনায়ক এবং ফিল্ডিং করার সময় তিনি উপস্থিত না থাকলেও ব্যাট হাতে নিজের দক্ষতার আরো একবার পরিচয় দিলেন দু প্লেসিস। ৫৬ বলে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা সহ তিনি করলেন ৮৪ রান। তার এই ইনিংসের দৌলতেই ১৭৪ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছে মুম্বাই। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়েও সবচেয়ে বেশি এগিয়ে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান তারকা।

আজ চলতে মরশুমে নিজের চতুর্থ অর্ধশতরানের দেখা পেয়েছেন বিরাট কোহলিও। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকে অত্যন্ত ধীরগতিতে রান তুলছিলেন তিনি। ফলে দলের ওপর চাপ বেশ কিছুটা বেড়ে যায়। অর্ধশতরান সম্পূর্ণ করতে তার ৪০ বল লেগেছিল। শেষপর্যন্ত ৪৭ বলে ৫৯ রান করে হরপ্রীত ব্রারের শিকার হয়েছেন তিনি।

ওপেনিং পার্টনারশিপে ১৩৭ রান উঠলেও পরপর দুই বলে বিরাট কোহলি এবং অভিজ্ঞ গ্রেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ড্রসিংরুমে ফিরিয়ে আরসিবির স্কোরে বেশ কিছুটা প্রভাব ফেলে দেন ব্রার। একসময় যেখানে ২০০ রানের গন্ডি টপকানো সম্ভব বলে মনে হচ্ছিল সেখান থেকে শেষ দিকে অসাধারণ বোলিং করে আরসিবিকে মাত্র ১৭৪-এ আটকে দেন স্যাম ক্যারানরা।

অধিনায়ক স্যাম ক্যারান এবং স্পিনার রাহুল চাহার বেশ কৃপণ বোলিং করেছেন। সেইসঙ্গে ২ উইকেট নিলেও ৩ ওভারে ৩৪ রান বিলিয়েছেন ব্রার। অর্শদীপ ও ইলেশ ১টি করে উইকেট নিলেও অনেকটা রান বিলিয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর