বেশি রাতেও নো টেনশন! বড়দিন উপলক্ষ্যে বিরাট পদক্ষেপ কলকাতা মেট্রোর

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে  কলকাতাবাসীর জন্য বিরাট উপহার নিয়ে হাজির কলকাতা মেট্রো (Kolkata Metro)। আজ রাতে পেরলেই  ক্রিসমাস (Christmas)। ঘড়ির কাঁটা ১২টার ঘরে যেতেই শুরু হয়ে যাবে বাঙালির বড়দিন। প্রতিবছর বড়দিনের সাথেই আমাদের জীবনে ফিরে আসে ছোটবেলার পুরনো নস্টালজিয়া। তাই বড়দিন মানেই কেকের গন্ধের সাথে হুড়মুড়িয়ে ফিরে আসে ছোট বেলার হারানো স্মৃতি। নতুন বছর শুরুর আগে এই মুহূর্তে ফেসটিভ মুডে গোটা শহরবাসী। এই ক্রিসমাস উদযাপনে মাঝরাত থেকেই কলকাতার রাজপথে নামে মানুষের ঢল।

বড়দিনে কলকাতা মেট্রোর (Kolkata Metro) দুর্দান্ত উপহার

কার্যত জনপ্লাবনে ভেসে যায় মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের আলো ঝলমলে রাস্তা। অভিজাত হোটেল-বার থেকে শুরু করে অদ্ভুত সম্মোহনী গানের মূর্ছনায় গোটা পার্ক স্ট্রিট চত্বরেই বিরাজ করে এক আলাদাই মাদকতা। সেই স্বাদ চেটেপুটে উপভোগ করতেই হাজির হন তেরো থেকে তিরাশি সকলেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ এবং আগামীকাল অর্থাৎ ২৪ ডিসেম্বর এবং ২৫ ডিসেম্বর যান চলাচল বন্ধ থাকবে পার্ক স্ট্রিটে।

এই দুদিন ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে এই এলাকা। তাই এখানে এই দুদিন মানুষ শুধুই হাঁটবেন। এই ভীড়ে ঠাসা পার্কস্ট্রিট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। রাত যত বাড়ে তত বারে ভীড়। ধর্মতলা থেকে পার্ক স্টিট সহ ময়দান চত্বরে গিজগিজ করে শুধুই কালো মাথা। শহরবাসীর উৎসব উপভোগে যাতে কোন খামতি না থাকে তার জন্যই এবার দারুন উপহার নিয়ে হাজির কলকাতা মেট্রো (Kolkata Metro)।

উৎসবের দিনে যাত্রীদের বাড়ি ফেরার চিন্তা দূর করতেই এবার এক অভিনব পদক্ষেপ করলেও কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছে বুধবার বড়দিন উপলক্ষে অনেক রাত পর্যন্ত মেট্রো পরিষেবার সুবিধা পাবেন যাত্রীরা।

আরও পড়ুন: সিএফএসএল রিপোর্টেই এল বিস্ফোরক তথ্য! কোথায় ধর্ষণ-খুন হয়েছিলেন RG Kar-র তরুণী চিকিৎসক?

জানা যাচ্ছে, বুধবার কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত এগারোটায়। আর সেই মেট্রোর গন্তব্যস্থল হবে দমদম স্টেশন। অন্যদিকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০ টা বেজে ৪৯ মিনিটে। উল্টো দিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ৫৩ মিনিটে। এরফলে ধর্মতলা কিংবা পার্ক স্ট্রিট থেকে রাত সাড়ে এগারোটার পরেও মেট্রো পেয়ে যাবেন যাত্রীরা।

Kolkata Metro

অন্যদিকে দুপুর ৩টে থেকে রাত ৮ টা পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিটের ব্যবধানে। আর সারাদিনের বাকি সময় পুরনো সুচি মেনেই চলবে মেট্রো। বুধবার ছুটির দিন হলেও ভোর ৬’টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। কারণ ওই দিন সকাল থেকেই মানুষ নানা প্রান্তে ঘুরতে বেরিয়ে পড়েন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর