বাংলা হান্ট ডেস্কঃ সাত সকালে কেঁপে উঠল কলকাতা। সকাল ৬ টা ১০ নাগাদ পূর্বভারতের উপকূলের মাটিতে কম্পন (Earthquake)। যার জেরে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা (Odisha) ও বাংলাদেশেও (Bangladesh) কম্পন টের পাওয়া গিয়েছে।
ভূমিকম্প একাধিক জায়গায়-Earthquake
ভূকম্পন পরিমাপকেন্দ্র সূত্রে খবর, ভূমিকম্পের উৎস স্থল বঙ্গোপসাগরের গভীরে, যা ১৯.৫২ উত্তর অক্ষাংশ, ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংস ও ৯১ কিমি গভীরতায়। সকাল সকাল মাটি কেঁপেছে কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার-সহ দুই ২৪ পরগনা, হলদিয়ার। পাশাপাশি বাংলাদেশের পশ্চিম প্রান্তের উপকূলের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎসস্থলে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। উৎসস্থল কলকাতা থেকে ৩৪০ কিমি দূরে বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিমি গভীরে। এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি।
আরও পড়ুন: আজ ঝেঁপে বৃষ্টি এই দুই জেলায়! ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় ইউটার্ন দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর
উল্লেখ্য, গত জানুয়ারিতেই কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী রাজ্যগুলি। এদিকে গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪। যার উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়ায়।