বাঙালিদের ফুটবল প্রীতির কথা অজানা নয় কারোরই। শুয়ে থেকে, জেগে, স্বপ্নে, বাঙালির জীবনের প্রতিটি ক্ষেত্রেই ফুটবল একটা বিশেষ স্থান অধিকার করে রেখেছি। বারবার দেখা গিয়েছে জীবনের অতি গুরুত্বপূর্ণ মুহূর্তেও বাঙালি দূরে সরিয়ে রাখতে পারেনি ফুটবল-কে। প্রিয়জনকে শ্মশানে দাহ করে এসে অথবা বিয়ের পরেই বরের সাজে বাঙালি পৌঁছে গিয়েছে যুবভারতীর গ্যালারিতে, এমন ঘটনা একেবারেই নতুন কিছু নয়। তবে এবার যে ঘটনা ঘটলো তা বোধহয় টেক্কা দিল সেই সব ঘটনা-কে।
রবিবার চলতি মরশুমের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলেতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ছিল জামশেদপুর এফসি। শুরুতে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মানোলো দিয়াজের দল। তবে সেই ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনা ঘটেছে, যা নজর কেড়েছে সকল ফুটবলপ্রেমীদের।
ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটে। প্রিয় দলের প্রতি এই আবেগ দেখে অনেকেই প্রশংসা করেছেন। সেই সময় ইস্টবেঙ্গলের এক অন্ধ অনুরাগী বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কিন্তু নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ একটি দিনেও তার যাবতীয় আগ্রহ ছিল প্রিয় দলের মরশুমের প্রথম ম্যাচের দিকে। তাই বিয়ের আসরেই টোপর খুলে তাতে মোবাইল হেলান দিয়ে একমনে ম্যাচ দেখতে শুরু করেন তিনি। সেখান উপস্থিত কেউ সেই মুহূর্তের ছবি তুলে শেয়ার করার পরেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়া মাত্র নেটিজেনরা ছবিটি শেয়ার করতে শুরু করেন। প্রিয় দলের প্রতি মানুষটির এই আবেগ দেখে কেউ হয়েছেন বিস্মিত, কেউ হয়েছেন খুশি। বেশিরভাগ মানুষই নবদম্পতি-কে জানিয়েছেন শুভেচ্ছা। তবে অনেক আশা নিয়ে ম্যাচ দেখতে বসেও শেষপর্যন্ত দলের জয় দেখা হয়নি সেই ফুটবলভক্তের। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচে কি জয় পাবে লাল হলুদ ব্রিগেড। জানতে অপেক্ষা আগামী শনিবার অবধি।