আরও একবার হতাশ করলো ইস্টবেঙ্গল, লজ্জার হারে হতাশ ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইএসএলে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। ছটি ম্যাচ খেলে এখনও একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি লাল হলুদ ব্রিগেড। তিনটি ম্যাচ ড্র করলেও বাকি ম্যাচগুলিতে দেখতে হয়েছে হারের মুখ। চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের কাছে ৩-০ ফলে হারতে হয়েছে। আজ তাদের প্রতিপক্ষ ছিল খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড।

প্রথমার্ধে সমানে সমানে লড়াই চলে। তবে বেশি বড় সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। একবার রেফারির ভুলে আর একবার ড্যানিয়েল চিমা চুকুর অবিশ্বাস্য মিসের কারণে এগিয়ে যেতে পারেনা এসসি ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় ০-০ ফলেই।

দ্বিতীয়ার্ধে আবার সেই পরিচিত ছন্নছাড়া ইস্টবেঙ্গল। ডিফেন্সে বিদেশি ডিফেন্ডার প্রেসি উঠে যাওয়ায় রাজু গায়কোয়াড-কে সাইড ব্যাকের বদলে সেন্টার ব্যাক পজিশনে খেলতে হয়। তিনি চূড়ান্ত ফ্লপ। খাসা কামারাদের সামনে চূড়ান্ত ফ্লপ ইস্টবেঙ্গলের আমির সহ বাকি ভারতীয় মিডফিল্ডাররা। আরও একবার ডিফেন্সের ভুলে নর্থইস্টের হয়ে দুটি গোল করে যান ভিপি সুহের এবং ফ্লোটম্যানের গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।

NorthEast united

এরপর ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ইস্টবেঙ্গলের সেরা বিদেশি পেরিসেভিচ মাথা গরম করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষ হয় ২-০ ফলেই। হেরে লিগ টেবিলে সবার নিচেই রইলো ইস্টবেঙ্গল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর