বাংলা হান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে ট্রেন (Indian Railways) মানে কেবল যাতায়াতের মাধ্যম নয়, এক ইমোশনও বটে। তাই তো ভারতীয় রেলওয়ে কখনও তার যাত্রীদের হতাশ করেনা। নিত্যদিনই কোনও না কোনও নতুন ঘোষণা নিয়ে আসে রেলওয়ে। এই যেমন সদ্যই শিয়ালদহ (Sealdah) ডিভিশনের যাত্রীদের জন্য এসেছে বিরাট খবর।
আসলে বিগত কয়েকদিন ধরেই ট্রেন বাতিল নিয়ে জেরবার নিত্যযাত্রীরা। রেলসূত্রে খবর, ইন্টারলকিং-র কাজের জন্য বাতিল করা হয় প্রায় শতাধিক গান। যে কারণে সমস্যায় পড়েছিল রেল যাত্রীরা। যে কারণে যাত্রীরা ক্ষোভও প্রকাশ করেছিলেন। আর এবার যাত্রীদের ক্ষোভ কমাতে বড়সড় উপহার নিয়ে এল পূর্ব রেল।
পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে একাধিক প্রকল্প আনতে চলেছে ভারতীয় রেল। ট্রেনের গতি বাড়ানোর পাশাপাশি বাড়বে ট্রেনের সংখ্যাও। এছাড়াও আরও একটি সুখবর রয়েছে শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের জন্য। খবর শুনলেই আনন্দে মন নেচে উঠবে।
আরও পড়ুন : জোটে ঘোঁট! নতুন বন্ধুর জন্য পুরনো শরিককে ধোঁকা সিপিএমের, শোরগোল বাংলায়
সূত্রের খবর, লোকাল ট্রেনের গতি এবং সংখ্যা বাড়ানোর পাশাপাশি লোকাল ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের এই সিদ্ধান্তে কত মানুষ যে উপকৃত হবেন তার ইয়ত্তা নেই। ট্রেনের কোচ বাড়ানোর কারণে নিত্যযাত্রীদের আর ভিড়ে ঠেলাঠেলি করতে হবেনা। এতে করে যাত্রীদের ভিড় কিছুটা হলেও সামাল দেওয়া যাবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ‘বিজেপিকে রুখতে না পারলে…’, মমতার সমর্থনে বিশেষ আয়োজন নচিকেতা-গর্গদের
অর্থাৎ এবার থেকে শিয়ালদহ শাখায় চলবে ১২ কামরার লোকাল ট্রেন। পাশাপাশি শিয়ালদহ স্টেশনে আরও পাঁচটি প্লাটফর্মও বাড়ানো হবে বলে জানা গেছে। এছাড়াও কিছুদিন আগেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শিয়ালদহ শাখায় প্রায় ১০০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অর্থাৎ, শিয়ালদহ শাখায় খুব শীঘ্রই ২৪৪টি লোকালের পরিবর্তে ৩৬৪টি লোকাল চলাচল করবে।