অর্থ পাচার মামলার জের! এবার ED-র হাতে গ্রেফতার খোদ বিচারক, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ ঘুষ নেওয়ার অভিযোগে জর্জরিত খোদ বিচারক! অর্থ পাচার মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) জালে বিচারপতি। সূত্রের খবর, বৃহস্পতিবার টানা জিজ্ঞাসাবাদের পর হরিয়ানার পাঁচকুল্লা আদালতের সাসপেন্ড হওয়া বিচারক সুধীর পারমারকে (Suspended Panchkula Special court judge Sudhir Parmar) গ্রেফতার (Arrest) করেন গোয়েন্দারা।

পূর্বে সুধীর পারমার হরিয়ানার পাঁচকুলায় সিবিআই এবং ইডির বিশেষ বিচারক হিসেবে কর্মরত ছিলেন ৷ প্রসঙ্গত, গত এপ্রিলে মাসে বহুতল আবাসন নির্মাতা সংস্থা এমথ্রিএমের পরিচালকদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই সময় বিচারকের বিরুদ্ধে FIR দায়ের করেছিল হরিয়ানার দুর্নীতি দমন শাখা।

সূত্রের খবর, কেবল মাত্র পারমারের বিরুদ্ধেই নয়, তার ভাইপো অজিত পারমার এবং এমথ্রিএম সংস্থার পরিচালক রূপকুমার বনশলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এর আগে অজয় পারমারকে গ্রেফতার করা হয় ৷ আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার হন প্রোমোটার বসন্ত বনসল এবং তার ছেলেও।

আরও পড়ুন: বিপাকে মলয় ঘটক! বারবার হাজিরা এড়ানোয় আজই মন্ত্রীর বিরুদ্ধে বড় ব্যবস্থা নিতে পারে ED

ওদিকে বিচারক সুধীর পারমারের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরই সাসপেন্ড করেছিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পারমারের বিরুদ্ধে যখন এফআইআর দায়ের করা হয় তখন তিনি পাঁচকুলায় পিএমএলএ কোর্টে বিশেষ বিচারক হিসেবে কর্মরত ছিলেন ৷

আরও পড়ুন: ব্যালট খাওয়া অতীত! এবার জয়ের নথিই চিবিয়ে খেলেন জয়ী তৃণমূল প্রার্থী

ed

এই মামলায় প্রাক্তন বিচারককে তিনবার তলব করে ইডি৷ এরপর গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। যদিও অভিযুক্ত বিচারকের দাবি, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। তার এসবের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর