বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার নাম জড়ালো ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের (Ayan Shil)। ইডি (ED) সূত্রে খবর, এদিন অয়নের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কয়েকশো ওএমআর শিট (OMR sheet)। যার সংখ্যাটা প্রায় ৩৫০। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পরেই হাতে আসে এসব নথি।
এদিন তদন্তকারী সংস্থা জানায়, অয়নের বাড়ি থেকেও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে চাকরিপ্রার্থীদের নামের তালিকা সম্বলিত কয়েকটি কাগজ ছিল বলে জানা যায়। পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত কিছু নথি উদ্ধার হয়। চাঞ্চল্যকরভাবে উদ্ধার হয়েছে, বিভিন্ন বছরের একাধিক চাকরিপ্রার্থীর ওএমআর শিট। ইডি সূত্রে খবর, অয়নের অফিসের আলমারি, জামাকাপড় রাখার জায়গা থেকেও বেশ কিছু ডিজিটাল নথি মিলেছে।
এই সমস্ত কিছু থেকে অয়ন যে নিয়োগ দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তার অনেকটা নিশ্চিত তদন্তকারীরা। অন্যদিকে, এক জন প্রোমোটারের অফিসে কোথা থেকে এসব নথি এল সেই নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। অয়নের কাছ থেকে ধৃত শান্তনুর সঙ্গে যৌথভাবে কেনা বেশ কিছু সম্পত্তির নথি তথ্যও পাওয়া গিয়েছে বলে দাবি ইডির।
শান্তনুর বিপুল সম্পত্তির কিনারা করতে ও তদন্তের গভীরে পৌঁছতে গতকাল এই অয়নের বাড়িতে হানা দেয় ইডির একটি দল। সূত্রের খবর, অয়নকে সহ তার বাবা মাকেও জেরা করে ইডি। এরপর দীর্ঘক্ষন তল্লাশির পর অয়নের বাড়ি থেকে বেশ কিছু নথি নিয়ে তারা বেরিয়ে যান। ইডি চলে যাওয়াও পর অয়নের বাবা সদানন্দবাবু জানান, একাধিক কাগজে তাকে দিয়ে সই করিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি ইডিকে তিনি সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে অয়ন যোগ আছে কিনা সদানন্দবাবুর কাছে জিজ্ঞেস করে ইডি। তবে, ছেলে কোনও দুর্নীতিতে জড়িত কি না, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলেই মন্তব্য করেন অয়নের বাবা। দিন দিন বাংলার নিয়োগ দুর্নীতিতে একের পর এক নাম জুড়ছে। এখন শান্তনু ঘনিষ্ঠ এই অয়নকে নিয়ে কতটা জল ঘোলা হয় সেটাই দেখার।