বাংলা হান্ট ডেস্ক: এবার জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। মন্ত্রীর পরিবারের সদস্যদের নামে দুই কাগুজে কোম্পানির প্রায় ১৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হল। জ্যোতিপ্রিয়র পরিবার এবং ঘনিষ্ঠদের নামে থাকা দুই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account Freeze) বাজেয়াপ্ত করেছে ইডি। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে প্রায় ১৬ কোটি (16 Crores) টাকা রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করেছে, কেবল জ্যোতিপ্রিয় মল্লিক নন, রেশন দুর্নীতিতে (Ration Scam) যুক্ত তাঁর স্ত্রী এবং মেয়েও। এবার জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতার অভিযোগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
জ্যোতিপ্রিয়র সিএ (CA) দাবি করেছেন, ওই সংস্থাগুলিতে ২০ কোটি টাকা সরানো হয়েছে এবং তা হয়েছে মন্ত্রীর নির্দেশেই।
উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। এরপর টানা ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তাঁকে তোলা হলে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরই রায় শুনে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। বমিও করেন। বিচারকের নির্দেশে শুক্রবার রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা দরকার। সোমবার পর্যন্ত হাসপাতালেই থাকবেন বালু, এমনটাই মনে করা হচ্ছে।
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্য অর্থাৎ তাঁর মেয়ে এবং স্ত্রীয়ের সম্পত্তির পরিমাণ দেখলে চক্ষু চড়ক গাছ হবে। খোদ বিচারক শুক্রবার বলেন, ‘আমার কাছে এটা আশ্চর্যের যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী সম্পত্তি কি করে এক বছরে ৪৫ হাজার টাকা থেকে বেড়ে ৬ কোটি টাকা হয়ে গেল?’
উল্লেখ্য, জানা গিয়েছে ২০১৬-র নভেম্বর থেকে ২০১৭-র মার্চ মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর ব্যাঙ্কে ৬ কোটি ৩ লক্ষ টাকা এবং মেয়ের অ্যাকাউন্টে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা জমা পড়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের ভ্রমণের জন্য প্লেনের টিকিটও বুক করে দিয়েছিলেন বাকিবুর রহমান। যদিও পড়ে সেটি বাতিল করা হয়। এই পরিস্থিতিতে এবার জ্যোতিপ্রিয়র ১৬ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি।