বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে ফের অ্যাকশনে ইডি। শুক্রবার সকালে প্রাথমিকে ‘দুর্নীতি’র তদন্তে (Primary Recruitment Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার রাজীব দে-র নাকতলার বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)। পাশাপাশি এদিন শহরের মোট পাঁচ জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এদিন তল্লাশি চালানো হচ্ছে। রাজীব দে নামের ওই প্রোমোটারের বাড়ি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছেই অবস্থিত বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকের তদন্তে নেমে তাদের হাতে এমন কিছু নথিপত্র এসেছে যার দ্বারা পার্থের সঙ্গে রাজীবের ‘ঘনিষ্ঠতা’র বিষয়টি সামনে আসে। এরপরই তার বাড়িতে পৌঁছে গেল গোয়েন্দাদের দল।
কিছুদিন আগেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) বাপ্পাদিত্য দাশগুপ্তকে (Bappaditya Dasgupta) তলব করেছিল ইডি। ইডি হাজিরার মুখোমুখি হয়েছিলেন বাপ্পাদিত্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরেক পার্থ ঘনিষ্ঠ ইডির স্ক্যানারে।
সকাল সকাল শহরে ইডি হানা নিয়ে যখন শোরগোল, এরই মধ্যে জানা যাচ্ছে এক সময় পার্থের স্ত্রী’র বিজনেস পার্টনার ছিলেন এই রাজীব। একটি সূত্র মারফত জানা যাচ্ছে পার্থের স্ত্রী’র পাশাপাশি একটি কোম্পানিতে ডিরেক্টর পদে ছিলেন রাজীব। ২০২০ সালে পার্থের স্ত্রী প্রয়াত হলে পার্থের পরিবারেরই অন্য এক সদস্যকে ডিরেক্টর পদে বসানো হয়। যদিও এই বিষয়ে ইডি তরফে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: প্রাণ সংশয় হতে পারত! সুকান্তর ওপর ‘হামলা’র ঘটনায় রাজীব কুমার সহ ৫ অফিসারকে দিল্লিতে তলব
পার্থর বাড়ির উল্টো দিকেই রাজীবের বিশাল পাঁচতলা বাড়ি। বাড়ির নীচেই কনস্ট্রাকশনের অফিস রয়েছে রাজীবের। শুক্রের সকালে কেন্দ্রীয় বাহিনী সহ রাজীবের বাড়ি ঘিরে ফেলা হয়। নাকতলার বাড়ি ছাড়াও রাজীবের আরও দুটি বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। এবার এই রাজীবের সূত্র ধরে কোন তথ্য সামনে আসে সেটাই দেখার।