বিশ্বকাপের সেমিতে ভারতের মুখোমুখি হচ্ছে না পাকিস্তান, বাবর আজমদের জন্য মন খারাপ কলকাতার!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনালে পৌঁছানোর যাবতীয় আশা-আকাঙ্ক্ষাকে দুমড়ে দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs New Zealand) অসাধারণ জয় পেল রাঁচিন রবীন্দ্র (Rachin Ravindra), ট্রেন্ট বোল্ট (Trent Boult) সমৃদ্ধ নিউজিল্যান্ড। আজ নিউজিল্যান্ড হারলে এবং পাকিস্তান শনিবার ইংল্যান্ডকে হারালে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ হওয়ার একটা বড় সুযোগ ছিল। কিন্তু নিউজিল্যান্ড আজ জিতে যাওয়ায় পাকিস্তানের সাথে সাথে আফগানিস্তানেরও সেমিফাইনালের যোগ্যতা অর্জনের যাবতীয় স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল বললেই চলে।

আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৫১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন কুশল পেরেরা। শেষ দিকে বেশ কিছুটা লড়াই করে ৩৮ রানের একটি ইনিংস খেলেন মহেশ থিকসেনা। এছাড়া আর কেউ ট্রেন্ট বোল্টদের সামনে দাঁড়াতে পারেননি। আজ ১০ ওভারে ৩ টি মেডেনসহ মাত্র ৩৭ রান খরচ করে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বোল্ট। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, রাঁচিন রবীন্দ্র।

এরপর রান তাড়া করতে নেমে অসাধারণ শুরু করেছিলেন ডেভন কনওয়ে (৪৫) এবং রাঁচিন রবীন্দ্র (৪২)। দুজনেই হাফ সেঞ্চুরি করার সুযোগ পেয়েও সেটি হাতছাড়া করেন। এরপর ড্যারেল মিচেল (৪৩) ও গ্লেন ফিলিপ্স (১৭) আগ্রাসী ব্যাটিং করে ২৩.২ ওভারের মধ্যে জয় ছিনিয়ে নেন।

আরও পড়ুন: আমি যা বলবো, মুখের ওপর বলবো! ফের একবার কোহলিকে নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর

পাকিস্তানের কাছে এখন সেমিফাইনালে পৌঁছানো কার্যতসম্ভব। এখন পাকিস্তানকে আসন্ন শনিবারে ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে জয় পেতে হবে বিশাল ব্যবধানে। যদি তারা প্রথমে ব্যাটিং করে তাহলে মোটামুটি ২৭৫ থেকে ২৯০ রানের ব্যবধানে তাদেরকে জয় পেতে হবে। রান তাড়া করতে নামলে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শূন্য। টার্গেট যত বড়ই হোক না কেন সেই টার্গেটকে ১৫-১৬ বলের মধ্যে যদি তারা অর্জন করতে পারে তবেই সেমিফাইনালে যাবে তারা। আফগানিস্তানের অবস্থা আরও খারাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করে আসার পর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা কে যদি তারা ৪০০-র বেশি রানের ব্যবধানে হারায়, তবে তাদের সামনে একটি সুযোগ খুলতে পারে সেমিফাইনালে যোগ্যতা অর্জনের।

আরও পড়ুন: সচিনের রেকর্ড ভাঙা হয়ে গেছে! এবার বিশ্বকাপেই এবি ডিভিলিয়ার্সের রেকর্ড ভাঙবেন রোহিত

এই খবরে মন কিছুটা খারাপ কলকাতার ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় দল সেমিফাইনালে উঠলে তারা যে কোনও প্রতিপক্ষই হোক না কেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবেন, এমনটা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু পাকিস্তান মুম্বাইয়ে খেলবে না, এমন শর্তের বিনিময়ে ভারতে পা রেখেছিল। তাই একমাত্র সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তানের লড়াই হলে সেটা ইডেন গার্ডেন্সে আয়োজিত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন আর তেমনটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। খুব সম্ভবত দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে। হয়তো যথেষ্ট উত্তেজক হতে চলেছে কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচের লোভ সামলাতে না পেরে অনেকেই আগে ভাগ্য পরীক্ষা করার জন্য সেমিফাইনালের টিকিট কিনে রেখেছেন। তাদের এখন হতাশ হতে হচ্ছে

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর