বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (higher secondary) না হলেও, বিকল্প পদ্ধতিতে প্রকাশ করা হয় পরীক্ষার ফলাফল। কিন্তু এই ফলাফল প্রকাশের পর থেকেই ক্ষোভ উগরে দিতে থাকেন অকৃতকার্য ছাত্র ছাত্রীরা। কেউ কেউ দাবি করেন, ‘যেখানে পরীক্ষাই হয়নি, সেখানে ফেলের প্রশ্ন আসছে কোথা থেকে?’ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে দেখে এক নতুন বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিজ্ঞপ্তিতে শিক্ষা সংসদ জানিয়েছে, ‘সকল বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের অসন্তোষের বিষয়টি দেখে, ইতিমধ্যেই এক উপযুক্ত ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ’।
এরপর আরও জানানো হয়, ‘আগামী ২৯ শে জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের। পাশাপাশি অকৃতকার্য অসন্তুষ্ট ছাত্র-ছাত্রীদের, আগামী ৩০ শে জুলাই থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে’।
এমন বিজ্ঞপ্তি জারি করলেও, এই বিজ্ঞপ্তি ঠিক কি কারণে প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে কোন উত্তর দেয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি কেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সংসদের আঞ্চলিক কার্যালয় গুলির সঙ্গে যোগাযোগ করবেন এবং কেনই বা অসন্তুষ্ট ছাত্র-ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করবেন- সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। এই বিষয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। তবে ইতিমধ্যেই ক্ষুব্ধ অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের নামের তালিকা ই-মেইল মারফত সংসদে পাঠাতে শুরু করে দিয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ।