ছিঃ ছিঃ! রামনবমীর মিছিলে ডিম ছোঁড়ার অভিযোগ, মামলা দায়ের করল পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে আয়োজিত একটি মিছিলে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে উঠল হামলার অভিযোগ। ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার রামনবমী উপলক্ষে একটি সমাবেশের ডাক দেওয়া হয় পালঘরে।

মহারাষ্ট্রের রামনবমী (Ram Navami) মিছিলে ছোঁড়া হল ডিম

চিখালডোংরির সর্বেশ্বর মন্দির থেকে একটি শোভাযাত্রা অগ্রসর হচ্ছিল পশ্চিম ভিরারের গ্লোবাল সিটির পিম্পলশ্বর মন্দিরের দিকে। পুলিশ সূত্রে খবর, সেই সময়েই অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ওঠে হামলার অভিযোগ। জানা গিয়েছে, সর্বেশ্বর মন্দির থেকে গ্লোবাল সিটির পিম্পলশ্বর মন্দিরের দিকে অগ্রসর হতে থাকা একটি রামনবমীর মিছিলে ডিম ছুঁড়তে থাকেন কয়েকজন ব্যক্তি।

আরও পড়ুন : যোগ্যদের পাশে রাজ্য! সরকারের হয়ে লড়বেন কোন কোন আইনজীবী? ৫ জনের নাম ঘোষণা মমতার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার জেরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, বহু রামভক্ত এদিন চিখালডোংরির সর্বেশ্বর মন্দির থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন : মোদি-ইউনূসের বৈঠকের পরেই পাল্টাচ্ছে পরিস্থিতি? ঢাকায় রামনবমীর শোভাযাত্রায় মানুষের ঢল

১০০ থেকে ১৫০টি যানবাহন ছিল এই শোভাযাত্রায়। পাশাপাশি শোভাযাত্রায় অংশ নেয় একটি রথ ও দুটি টেম্পোও। পুলিশ সূত্রে খবর, আচমকা কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী ডিম ছুঁড়তে থাকে মিছিল (Rally) লক্ষ্য করে। এরপরই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Eggs thrown at Ram Navami rally.

গোটা ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। পাশাপাশি জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। গত রবিবার রামনবমী (Ram Navami) উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ঘিরে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসেছে গোটা দেশ থেকেই।

উত্তরপ্রদেশের কানপুরে রামনবমীর (Ram Navami) শোভাযাত্রা চলাকালীন পুলিশকে লক্ষ্য করে জুতো নিক্ষেপের অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। কানপুরের ব্রহ্মদেব স্কোয়ারে একটি শোভাযাত্রা আটকে দেওয়ায় পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন যুবক। জানা গিয়েছে, ডিজে আটকানো নিয়ে পুলিশের সাথে বচসা শুরু হয় আয়োজকদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X