জঘন্য! বৃদ্ধ মাকে চড় মারল ছেলে, ঘটনাস্থলেই মৃত্যু হল মায়ের

Published On:

আরও একটি লজ্জাজনক ঘটনার সাক্ষী হয়ে গেল রাজধানী দিল্লি (Delhi )। বৃদ্ধ মাকে সজোরে চড় মারল ছেলে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। ঘটনাটি ঘটে রাজধানীর বিন্দাপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে রনভীরকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার বিশদে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে খবর।

খবর অনুযায়ী এই ঘটনার সূত্রপাত হয় পার্কিং নিয়ে। ওই বিল্ডিং এর দোতালায় অভিযুক্ত মদ্যপ ছেলে রনভীরের দুটি ঘর ছিল। পরে তা বিক্রিও হয়ে যায়। এর পাশাপাশি বৃদ্ধ মায়ের ওই পার্কিং এর জায়গায় একটি দোকান ছিল বলে জানা যাচ্ছে। কিন্তু সেই দোকান গত বছর তিনি বিক্রি করে পুরোটাই মেয়েকে দিয়ে দেয়। সেখান থেকেই মা ও মদ্যপ ছেলের মধ্যে বিবাদ শুরু হয়েছিল।

গোটা ঘটনার ভিডিও পাশের বিল্ডিংয়ে থাকা সিসিটিভি ( CCTV ) তে বন্দী হয়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে, মা এবং আরও একটি মহিলা, যিনি মৃত বৃদ্ধার পুত্রবধূ বলে পরে জানা যায়, নিজেদের মধ্যে কোনও কিছু নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। সেই বিবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে দেখা যায় বৃদ্ধা মাকে ( Son Slaps Mother ) সজোরে চড় মারে ছেলে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। পরে সেই ছেলেই মাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।

পুলিশের তরফে আরও জানানো হয় যে, মায়ের মৃত্যু হলে সেই ছেলেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে না আসলে এহেন লজ্জাজনক ঘটনা জানায় যেত না বলে পুলিশের তরফে মন্তব্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ( Video ) ছড়িয়ে পড়তেই ধিক্কারের বন্যা বয়ে চলেছে।

সম্পর্কিত খবর

X