বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগেই রাজ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO নিয়োগ নিয়ে ফের শুরু বিতর্ক। চার হাজারেরও বেশি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল ইলেকশন কমিশন (Election Commission)। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলাশাসকদের রিপোর্ট তলব করা হয়েছে।
BLO নিয়োগ নিয়ে অভিযোগ জমা পড়েছে কমিশনে (Election Commission)
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে BLO নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে (Election Commission)। বিজেপি এবং সিপিআইএম, দুই দলই বিষয়টি নিয়ে সরব হয়েছিল। তাঁদের তরফে অভিযোগ করা হয়েছিল, নির্বাচনের আগে শাসকদল ঘনিষ্ঠদেরই নিয়োগ করা হচ্ছে।
পার্শ্ব শিক্ষিকাদের BLO-র কাজে লাগানোর অভিযোগ
সম্প্রতি পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের অধীনে পুরুলিয়া ১ নম্বর ব্লক থেকে এসেছে গুরুতর অভিযোগ। অভিযোগ, সহকারী শিক্ষিকার পদে দেখিয়ে পার্শ্ব শিক্ষিকাদের দিয়েই BLO-র কাজ করানো হচ্ছে। এমনকি, ওই শিক্ষিকাদের একাংশ নিজেরাই তা স্বীকারও করেছেন।
তবে এ প্রসঙ্গে পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিডিও মনোজ মাইতি দাবি করেছেন, “বলরামপুর বিধানসভা কেন্দ্রের আমাদের বুথস্তরে BLO নিয়োগ নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই করা হয়েছে। কোনও বেনিয়ম হয়নি।”
এদিকে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন, “BLO-দের গতিবিধি নজরে রাখা হচ্ছে।” তিনি আরও বলেন, “কালীপুজোর পর থেকেই শুরু হবে এসআইআরের কাজ। কোনও বিভ্রান্তি নেই। BLO রা কখন বুথে যাচ্ছেন তা নেতৃত্বের কাছ থেকে আগাম জানানো হবে।” এরপর তিনি মন্তব্য করে বলেন,“আমাদের বুথ লেভেল এজেন্টের দায়িত্ব থাকবে BLO-দের সঙ্গে বুথের প্রতিটি বাড়িতে যাওয়া। সেই অধিকার আমাদের আছে।”
আরও পড়ুনঃ ফের বিতর্কে হুমায়ুন কবীর! গঙ্গাভাঙ্গন নিয়ে এবার দলীয় নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল বিধায়ক
কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি মধ্যে প্রতিটি জেলা শাসককে BLO নিয়োগ সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচন কমিশনের দপ্তর জানিয়ে দিয়েছে, নিয়োগে কোনও রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক বেনিয়ম ধরা পড়লে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।