মাত্র এক পরিবর্তনেই কমবে ৯০% ইলেকট্রিক খরচ! জানুন কিভাবে

Updated on:

Updated on:

Electricity Bill just one change will reduce your by 90% learn how

বাংলা হান্ট ডেস্ক: মাত্রারিক্ত ইলেকট্রিক বিদ্যুৎ (Electricity Bill) বিল আপনার কাল ঘাম ছুটাচ্ছে। আপনি চাইছেন বাড়ির বিদ্যুতের বিল কমাতে। এই বৈদ্যুতিক বিল কমানোর জন্য আপনাকে মেনে চলতে হবে বেশ কিছু অনুসরণ। কি সেই অনুসরণগুলো সেগুলো আজকে প্রতিবেদনা জানানো হল।

বিদ্যুৎ সাশ্রয়ের জাদু ফর্মুলা! জানুন কম খরচে বেশি সুবিধা (Electricity Bill)

আপনার যদি বৈদ্যুতিক বিল ৪০০০ টাকা আসে তাহলে মাথায় চিন্তা থেকে যায়। তবে এই বিল ৪০০ টাকায় করার জন্য প্রথমেই জানা দরকার বাড়িতে কোন পাঁচটি বৈদ্যুতিক যন্ত্র বেশি মাত্রায় বিদ্যুৎ খরচ করে (Electricity Bill)।

বিদ্যুৎ বেশি খরচ করতে প্রথম স্থানে রয়েছে এসি। দিনে ৮ থেকে ১০ঘন্টা বেশি এসি চালানো হলে আপনার মাসিক বৈদ্যুতিক বিলের খরচ প্রায় ৪০ শতাংশ বেড়ে যেতে পারে। এসির পাশাপাশি এই তালিকায় রয়েছে গিজার। তাছাড়া আপনার বাড়িতে যদি পুরনো ফ্রিজ থেকে থাকে তাহলে সেটিকে আপনি সারাদিনে ব্যবহার করলে পরে তখনো বৈদ্যুতিক বিল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

Electricity Bill just one change will reduce your by 90% learn how

আরও পড়ুন: রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে খান এই ৫ পানীয়, পুষ্টিবিদদের মতামত

তাই লো স্টার রেটিং ফ্রিজে মাসিক বৈদ্যুতিক বিল বাড়তে পারে ১০-১৫%। কংক্রিট এর দেওয়াল থেকে কিছুটা সরিয়ে রাখতে বলা হয় কারণ বারবার খোলা থেকে বিরত থাকা বৈদ্যুতিক বিল সাশ্রয় করতে সাহায্য করে। ‌ কম বিদ্যুৎ খরচ করে। কিন্তু ড্রয়ারে অতিরিক্ত মাত্রায় বৈদ্যুতিক বিলের খরচ বাড়ায়। তাই নরমাল বা ইকো মোড এর ধোয়া বৈদ্যুতিক সাশ্রয় করতে পারে।

এবার জেনে নিন কিভাবে বাড়ির বৈদ্যুতিক বিল এক ধাক্কায় ৪০০০ থেকে ৪০০ তে নেমে আসবে?

বৈদ্যুতিক বিল কমানোর সবথেকে সহজ উপায় হল এলইডি বারবার টিউব ব্যবহার করা। কারণ এটি কম বিদ্যুৎ খরচ করে। পাশাপাশি বেশি পরিমাণে আলো দেয়। বৈদ্যুতিক বিল কমাতে সাহায্য করে। এছাড়াও আপনি বিদ্যুৎ উৎপাদন করতে সূর্যের আলো ব্যবহার করতে পারেন। কারণ ভারতে প্রায় সারা বছর অর্থাৎ বছরের প্রায় ৩০০ দিনে রোদ পাওয়া যায়। যার ফলে বিনামূল্যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকে। তাই সে কথা মাথায় রেখে আগামী বছর গুলোর জন্য বিদ্যুৎ বিল কমাতে চাইলে ছাদে সৌর প্যানেল (Solar System) বানিয়ে ফেলা সকলের কাছে বুদ্ধিমানের কাজ হবে।

প্রথম দিকে এটি খরচ সাপেক্ষ মনে হলেও এটি এককালীন বিনিয়োগ হিসেবে ভাবলে বোঝাবে যে খরচে পরিমাণ কতটা মাত্রায় নেমে আসবে। পাশাপাশি কথা মাথায় রাখতে হবে বিদ্যুতের পিছনে আমরা যে খরচ করি তার সৌর প্যানেল বসানোর চেয়ে অনেকটাই বেশি (Electricity Bill)।