গাড়ির জন্য অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছিলেন ভারতীয় ইঞ্জিনিয়ার, ফ্যান হয়ে গেলেন ইলন মাস্ক

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় সবার আগে যাঁর নাম উচ্চারিত হয় তিনি হলেন ইলন মাস্ক। টেসলার কর্ণধার মাস্কের সম্পত্তির পরিমান প্রতিনিয়তই বেড়ে চলেছে। তবে, আপনি কি জানেন যে, মাস্ক একজন ভারতীয় ইঞ্জিনিয়ারের বিরাট ভক্ত! অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি!

পুনের ২৩ বছর বয়সী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার প্রণয় পাথোলের আনন্দের সীমা ছিল না যখন তাঁর “আইডল” তথা টেসলা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ৪ বছর আগে স্বয়ংক্রিয় উইন্ডস্ক্রিন ওয়াইপার সম্পর্কিত তাঁর টুইটের উত্তর দিয়েছিলেন। তারপর থেকে, পাথোল টুইটারে “ডাইরেক্ট মেসেজ” (ডিএম অর্থাৎ সরাসরি বার্তা)-এর মাধ্যমে মাস্কের সাথে ক্রমাগত যোগাযোগ রেখেছেন।

জানা গিয়েছে যে, মাস্ক যখন প্রথম পাথোলের টুইটের উত্তর দিয়েছিলেন তখন প্রণয় একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। যদিও, বর্তমানে তিনি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এ কাজ করছেন। তবে, তিনি এখন মাস্কের সাথে দেখা করে তাঁর সাথে কাজ করতে চান।

এই প্রসঙ্গে পাথোল জানিয়েছেন যে, “আমি মাস্ককে দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। আমি তাঁকে প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে টুইট করতাম। এছাড়াও, আমি ২০১৮ সালে স্বয়ংক্রিয় ওয়াইপার সেন্সর সম্পর্কে টুইট করেছিলাম যা জলের ফোঁটা শনাক্ত করার সাথে সাথে কাজ করে। মাস্ক কয়েক দিনের মধ্যে উত্তর দিয়ে জানিয়েছিলেন যে, এই বৈশিষ্ট্যটি তাঁর কোম্পানির দ্বারা তৈরি গাড়ির পরবর্তী নতুন বিভাগে প্রয়োগ করা হচ্ছে।”

এছাড়াও, মাস্ক তাঁর মালিকানাধীন “স্পেসএক্স”-এর বড় রকেট “স্টারশিপ” নির্মাণে ব্যবহৃত ইঞ্জিন সম্পর্কে টুইটারে ২০২০ সালের ডিসেম্বরে প্রণয়ের একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এরপর ডিএমে কথোপকথন শুরু হয় বলে জানান প্রণয়। তিনি আরও জানান যে,”আমি তাঁকে প্রযুক্তি সম্পর্কিত কিছু আকর্ষণীয় বিষয় টুইট করতাম এবং তিনি সেগুলির উত্তর দিতেন। আমি মনে করি, আমার টুইটগুলিকে তিনি আকর্ষণীয় মনে করতেন। তাই তিনি উত্তর দিতেও শুরু করেন।”

এদিকে, মাস্ক যখন প্রণয়ের টুইটের উত্তর দেওয়া শুরু করেন, তখন মাইক্রোব্লগিং সাইটে তাঁর ফলোয়ারের সংখ্যাও বাড়তে থাকে এবং এখন তাঁর এক লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এছাড়াও, প্রণয় দাবি করেছেন যে, মাস্ক তাঁকে প্রায়শই উত্তর দেন এবং তিনি স্পেসএক্স এবং স্টারশিপ রকেটের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং এর শক্তিশালী ইঞ্জিন সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞাসা করেন।

prothomalo bangla 2021 11 a7821af4 ebd4 4cc5 b74e 6c5e8fc2f56c elon musk reuters

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফলোয়ার বাড়ানোর জন্য এটা করি না। আমি মাস্কের সাথে কথা বলি কারণ আমি তাঁকে সহায়তা করি। আমি সত্যিই মনে করি তিনি একজন ভালো মনের মানুষ এবং সঠিক কারণে বড় এবং উচ্চাকাঙ্ক্ষী জিনিসগুলি অর্জন করার চেষ্টা করছেন। আমি তাঁকে আদর্শ মনে করি। আমার সবচেয়ে বড় ইচ্ছে তাঁর সঙ্গে কাজ করা এবং তাঁর কাছ থেকে যতটা সম্ভব শেখা। তিনি খুব পরিশ্রমী এবং তাঁর একাধিক কাজ করার ক্ষমতাও অবিশ্বাস্য।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর