ভাবলেই হয়ে যাবে কাজ! ২০২২-এ মানুষের মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা ইলন মাস্কের

বাংলা হান্ট ডেস্কঃ ধরুন চলার পথে কোন দুর্ঘটনার সময় পরিবারের কথা মাথায় এলেও, কথা বলার অবস্থায় আপনি নেই। এরকমটা খুবই স্বাভাবিক। কিন্তু তখন যদি আপনার ফোন আপনার মনের কথা বুঝে বাড়ির লোককে নিজে থেকেই ফোন করে দেয়। কিংবা কাজের মধ্যে আটকা পড়ে গুরুত্বপূর্ণ মেইল করার প্রয়োজন হলেও, তা পারছেন না। আর তখন যদি আপনার ল্যাপটপ নিজে থেকেই সেই মেইল করে দেয়, তাহলে কেমন হবে!

কি ভাবছেন, সাংবাদিক কি সব আজগুবি গালগল্প করে যাচ্ছেন? না একদমই নয়। এমনই ভাবনা বাস্তবায়িত করতে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। এই ধনকুবেরের কোম্পানি আগামী কয়েক বছরের মধ্যে মানুষের মস্তিষ্কে এমন এক চিপ বসাতে চলেছে, যার ফলে মানুষের মুখ থেকে কথা বের না হলেও, মনের ভাবনা মতই কাজ শুরু করে দেবে সঙ্গে থাকা ডিভাইস।

   

elon musk 34

নিউরালিংক এমন একটি নিউরাল ইমপ্লান্ট তৈরি করেছে, যা কোন মাধ্যম ছাড়াই আপনার মস্তিষ্কের অভ্যন্তরের কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে এবং নিজে থেকেই কাজ করা শুরু করে দেবে। ওয়াল স্ট্রিট জার্নাল সিইও কাউন্সিল সামিটের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকার দেওয়া সময় ইলন মাস্ক বলেন, ‘আমাদের কোম্পানি এক বছরের কম সময়ের মধ্যে এমন এক চিপ তৈরি করতে সক্ষম হবে, যা মানুষের মস্তিষ্কে বসানোর পর সবকিছু নিজে থেকেই করতে পারবে। এটি বানরদের উপর প্রয়োগ করে আমরা সফলতার দিকে এগোচ্ছি। যে কারণেই বলতে পারি, এই পদ্ধতি খুবই নিরাপদ এবং নির্ভরযোগ্য হবে’।

তিনি আরও বলেন, ‘যারা টেট্রাপ্লেজিক, কোয়াড্রিপ্লেজিকের মতো মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে রয়েছেন, তাঁদের জন্য এটি খুবই উপকারী হতে পারে। আশা করছি আগামী বছরের মধ্যে এফডিএ থেকে এর জন্য অনুমোদন পেয়ে যাব’।

বানরের মস্তিষ্কে এই চিপ ব্যবহারের বিষয়ে ইলন মাস্ক বলেন, ‘২০২১ সালের ৯ ই এপ্রিল একটি বানরের মস্তিষ্কে এই চিপ লাগানোর পর, বানরটি খুব ভালো ভাবেই পং গেম খেলতে পারছে। বানরটির শরীরেও কোন সমস্যা দেখা দেয়নি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর