করোনা যুদ্ধে এবার আরও শক্তিশালী জওয়ানরা, সেনাদের আপৎকালীন আর্থিক ক্ষমতা দিচ্ছে কেন্দ্র সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে আপৎকালীন আর্থিক ক্ষমতা (Emergency Financial Powers) পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী (indian army)। অর্থাৎ এর ফলে করোনা যুদ্ধে প্রয়োজনীয় সরঞ্জাম, এবং পরিষেবা প্রদানে সাহায্য করতে পারবে ভারতীয় সেনাবাহিনী।

গতবছর করোনার প্রথম পর্বে এই ক্ষমতা দেওয়া হয়েছিল সেনার মেডিক্যাল অফিসারদের। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে কোয়ারেন্টিন কেন্দ্র- হাসপাতাল তৈরি, পরিচালনা ও অন্যান্য কাজে আর্থিক ভাবে সাহায্য করতে পারবে সেনারা- এমনটাই ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

পূর্বেই প্রধানমন্ত্রীর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেনাবাহিনী থেকে যেসকল মেডিক্যাল কর্মী ও চিকিৎসকরা গত ২ বছরের মধ্যে অবসর নিয়েছেন, তাদের আবারও ফিরিয়ে এনে করোনা মোকাবিলার কাজে নিযুক্ত করা হবে। তবে এবার আপৎকালীন আর্থিক ক্ষমতা দেওয়া হচ্ছে সেনাদের।

এবিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যুইটে জানিয়েছেন, ‘দেশের এই সংকটের পরিস্থিতিতে সেনাবাহিনীর কাজের গতি বাড়িয়ে তুলতে এই আপৎকালীন বিশেষ আর্থিক শক্তির অধিকার দেওয়া হচ্ছে। এই ক্ষমতার সাহায্যে করোনা যুদ্ধে যা যা প্রয়োজন- সেনা কমান্ডাররা কোয়ারেন্টিন হাসপাতাল তৈরি, পরিচালনা এবং যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবেন।

প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার এক নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে- এই ক্ষমতা ৩ মাসের জন্য দেওয়া হচ্ছে। ১ লা মে থেকে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত করোনা যুদ্ধে আপৎকালীন আর্থিক ক্ষমতা পাবেন সেনারা। যার মধ্যে- প্রতিটি ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা করে পাবেন কর্পস কমান্ডার ও এরিয়া কমান্ডাররা এবং ডিভিশন কমান্ডার ও সাব-এরিয়া কমান্ডার পাবেন প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা করে।

সম্পর্কিত খবর

X