বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলিং জুটি হলো জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের জুটি। তাদের দুজনের মধ্যে বোঝাপড়া এতটাই ভালো যে যখন তারা দুজন দু প্রান্ত থেকে লাল চেরির নতুন বল হাতে দৌড়ে আসেন তখন ব্যাটাররা মানসিক ভাবেই কিছুটা চাপে পড়ে যান। কোন বলটা আউট সুইং করে ব্যাটের কোণা ছুঁয়ে বাইরে যাবে, আবার কোন বল কাট করে ব্যাট প্যাডের মধ্যকার ফাঁক খুঁজে নেবে তা ভাবতে গিয়ে কিছুটা বিহ্বল হয়ে পড়েন ব্যাটাররা তাদের সামনে। দুই বোলারই এখন কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এইমুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছেন তারা। ম্যাচ চলাকালীনই জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বার্বাডোজ রয়্যালস নামক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দলের সোশ্যাল মিডিয়া একাউন্টে এই ছবি পোস্ট করা হয়েছে যেই ছবির ক্যাপশন অনুযায়ী অ্যান্ডারসন প্রায় ৭০ বছর বয়সী এবং ব্রডের বয়স প্রায় ৬৬ বছর। বার্বাডোজ রয়্যালস টুইট করেছে, ‘এটা ২০৫৩ সালের ছবি এবং এখনও দুই বোলাই ব্যাটারদের সমস্যায় ফেলে যাচ্ছে।’ ইতিমধ্যেই টুইটটি বেশ ভাইরাল হয়েছে আর ভক্তরা এই ছবিটি অত্যন্ত পছন্দ করছেন।
Year 2053 and these two will still be troubling batters! 😂
Absolute legends. 🤌👏#ENGvNZ pic.twitter.com/mvG5XjuK0h
— Barbados Royals (@BarbadosRoyals) June 2, 2022
জেমস অ্যান্ডারসন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে অংশগ্রহণ করেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাকে দলে ফিরিয়ে আনা হয় এবং নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বাধীন চলতি টেস্টে দলের হয়ে প্রথম ইনিংস ১৬ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন অ্যান্ডারসন। ক্যারিবিয়ান সফর থেকে বাদ পড়া ব্রডও এই ম্যাচের প্রথম ইনিংসে ১৩ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন।
জেমস অ্যান্ডারসন এই মুহূর্তে ৬৪৫ উইকেট নিয়ে বিশ্বের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় মুরলিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় স্থানে এবং দীর্ঘতম ফরম্যাটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন ১ নম্বরে। ৫৩৯ উইকেট নিয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকায় ব্রড ৬ নম্বরে এবং পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন ৩ নম্বরে। দুজনেই দ্বিতীয় ইনিংসেও প্রতিবেদনটি লেখার সময় ১ টি করে উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ড ৬ উইকেট হাতে নিয়ে আপাতত ১৯৮ রানের লিড নিয়েছে।