হারের পর ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্রিটিশ মিডিয়ার, দিতে পারল না কোনও প্রমাণ

বাংলা হান্ট ডেস্কঃ বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের নিয়ে বিতর্ক তৈরীর জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে। সেসময় কোভিড বিধি ভঙ্গ এবং অন্যান্য বেশকিছু কারণে সমালোচনা তৈরি হয়। এবার ফের ইংল্যান্ডেও দেখা গেল মিডিয়ার একইরকম উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক তৈরি চেষ্টা। সিরিজের শুরু থেকেই ভারতীয় খেলোয়াড়দের নানাভাবে কটাক্ষ করে আসছেন মাইকেল ভনের মতন প্রাক্তন খেলোয়াড়রা। কার্যত লর্ডসে তার জবাব দিয়েছে ভারতীয় দল।

প্রথম টেস্টে জেতার মতো পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ড্র দিয়েই শেষ হয় ম্যাচ। কিন্তু দ্বিতীয় টেস্টে ১৫১ রানে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে সিরিজে লিড নিয়েছে টিম ইন্ডিয়া। যদিও চতুর্থদিনে অনেকটাই পিছিয়ে পড়েছিল ভারত, কিন্তু পঞ্চম দিনে শামী, বুমরার ব্যাটে নির্ভর করে ইংল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দেয় তারা৷ যা চেজ করতে গিয়ে মাত্র ৫০ ওভারেই ভেঙে পড়ে রুট বাহিনী। তবে এই টেস্ট ম্যাচে মাঠের খেলার বাইরেও মনস্তাত্ত্বিক খেলা ছিল চরম। এমনকি মাঠের মধ্যেই জস বাটলারের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে দেখা যায় বুমরাকে। যা নিয়ে উত্তেজিত হয়ে উঠেছিলেন কোহলিও।

কিন্তু ইংরেজ সংবাদমাধ্যমের এবার যে খবর উঠে এলো তা কতখানি সত্যি সে নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন হার হজম করতে পারেনি ইংল্যান্ডের সংবাদমাধ্যম। সেই কারণেই এ ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করছে তারা। ইংল্যান্ডের সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবর অনুযায়ী, ইংল্যান্ডের ফাস্ট বোলার রবিনসন যখন প্যাভেলিয়ান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন, তখন দুজন ভারতীয় খেলোয়াড় পানীয় দিয়ে ফিরে আসছিল। হঠাৎই রবিনসনের পথ আটকে দাঁড়িয়ে পড়ে তারা। রবিনসন অবশ্য কিছু বলেননি। তিনি খেলোয়াড়দের সরে যাবার অপেক্ষা করছিলেন। কিন্তু তার দাবি ওই খেলোয়াড়রা সরে যাননি, বরং বেশ কিছুক্ষণ আটকে দাঁড়িয়ে থাকেন তারা এবং অবশেষে তার দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকাতে তাকাতে চলে যান তারা।  IMG 20210818 132952

এই ঘটনাকে রীতিমত বড় করে দেখাচ্ছে ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলি। যার জেরে বিষয়টি এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যদিও কার্যত এর কোনো প্রমাণ দিতে পারেনি ইংলিশ মিডিয়া। জানিয়ে রাখি, ভারত ইংল্যান্ডে আগামী টেস্ট খেলবে ২৫ আগস্ট থেকে। লর্ডস থেকে এবার লিডসে যাচ্ছে ভারতীয় দল। বিশ্লেষকদের মতে তার আগে ভারতীয় দলকে চাপে রাখতেই এ ধরনের সংবাদ পরিবেশন করছে মিডিয়াগুলি।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর