বাংলা হান্ট নিউজ ডেস্ক: গোলের বন্যা আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু তেমন কিছুই হলো না। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছিল আজকের আগে। ভারতীয় দল স্পেনকে ২-০ ফলে হারিয়ে যাত্রা শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ওয়েলসকে হারিয়েছিল ৫-০ ফলে। তাই আজ গ্রুপ ডি-এর এই ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি নিয়ে সকলেই অত্যন্ত আগ্রহী হয়েছিলেন।
বিশ্ব হকি ক্রমতালিকার চার এবং পাঁচ নম্বর দলের মধ্যে ম্যাচ হলে সকলেই যে আগ্রহ নিয়ে ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন, তা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু ম্যাচের ফলাফল দেখে কোনও ভক্তই সন্তুষ্ট হতে পারলো না। গ্রূপের দুই শক্তিশালী দলের খেলা শেষ হলো ০-০ ফলে।
ভারত আজ অত্যাধিক পেনাল্টি আদায় করার সুযোগ করে দিয়েছিল ইংল্যান্ডকে। এই ব্যাপারটা চিন্তায় রাখবে ভারতীয় কোচ গ্রাহাম রিডকে। ভবিষ্যতে অস্ট্রেলিয়া বা বেলজিয়ামের মতো দল এত সুযোগ পেলে ভারতীয় ডিফেন্সকে যোগ্য শাস্তিই দেবে। ইংল্যান্ড আজকে সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স করলেও কাউন্টার অ্যাটাকে ভারতকে মাঝেমধ্যে বিপজ্জনক দেখিয়েছে।
অনেক হকি প্রেমী ভারতীয় দলকে আজ ভাগ্যবান বলবে। ৮ টি পেনাল্টি নষ্ট করার মত ঘটনা রোজ রোজ ঘটে না। কিন্তু ইংল্যান্ড আজ সুযোগ পেয়েও সেই পেনাল্টিগুলি কাজে লাগাতে পারেনি। তবে ভারতীয় দলের ফরোয়ার্ডদের মধ্যে হার্দিক সিং ছাড়া আজ কাউকেই খুব একটা ভালো ছন্দে দেখায়নি। যদি নিজেদের সুযোগগুলো ভারত কাজে লাগাতে পারতো তাহলে ম্যাচের গতির বিরুদ্ধে একটি স্মরণীয় জয় চলে আসতো।
ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে গ্রুপের সবচেয়ে দুর্বল দল হয়েছে ওয়েলসের। তার আগে ইংল্যান্ড যদি স্পেনকে হারিয়ে দেয় তাহলে ভারতের পক্ষে গ্রুপের শীর্ষস্থান অধিকার করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। ভারত সেই জন্য চাইবে স্পেন বনাম ইংল্যান্ড ম্যাচটি ড্র হোক বা স্প্যানিশরা ওই ম্যাচটি জিতুক।