“ওরা ICC-র প্রিয়পাত্র”, ভারতীয় ক্রিকেট দলকে ব্যঙ্গ করলেন প্রাক্তণ পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংকে পরাস্ত করেছে পাকিস্তান। বা বলা ভালো দুর্বল হংকংকে নিয়ে ছিনিমিনি খেলেছে পাকিস্তান বোলাররা। ফলস্বরূপ ভারত ও পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাবর আজমদের হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল রোহিত শর্মার ভারতীয় দল। আগামীকাল অর্থাৎ রবিবার তারা আবারও সেই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হবেন।

পাকিস্তান বনাম ভারতের হাইভোল্টেজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ হাফিজ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ভারতীয় ক্রিকেটকে সকলের প্রিয় বলে মন্তব্য করেছেন। কিন্তু তার কারণ হিসেবে ভারতীয় দলের গুণমানের বদলে বরং তাদের খেলা থাকলে সম্প্রচারকারী সংস্থার পাশাপাশি আইসিসি এবং এসিসিও যথেষ্ট লাভবান হয় ভিউয়ারশিপের জন্য, সেই কারণকে দায়ী করেছেন।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক হাফিজ নিজের টুইটার একাউন্ট থেকে ওই বক্তব্যর ভিডিওটি শেয়ার করেছেন। তিনি তার ক্যাপশনে লিখেছেন- লাডলা অর্থাৎ ‘প্রিয়’। ভিডিওতে তিনি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েছেন এবং নিজের ভারতকে নিয়ে করা কটুক্তি বাকি সকলের সাথে তিনি নিজেও যথেষ্ট উপভোগ করছেন।

এমন মন্তব্য অবশ্য প্রথমবারের জন্য করছেন না হাফিজ। কিছুদিন আগেই পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে একজন বিভ্রান্ত মানসিকতার ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন। রোহিত শর্মার নেতৃত্বে দুটি এশিয়া কাপ মিলিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত ভারত। কিন্তু তাও রোহিতকে অধিনায়ক হিসেবে নম্বর দিতে নারাজ হাফিজ। হংকংয়ের বিরুদ্ধে টসে হারার পর রোহিতের বক্তব্য শুনে এই মন্তব্য করেছেন তিনি।

হংকংয়ের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল রোহিত শর্মাদের। তারপর রোহিত শর্মাকে তিনি সেই সিদ্ধান্তে খুশি কিনা জিজ্ঞাসা করা হলে রোহিত বলেন নিজের পিঠ দেখে মনে হচ্ছে যে সারফেস হয়তো ব্যাটারদের সাহায্য করবে, কিন্তু তিনি যদি টস জিততেন তাহলে হয়তো তিনি প্রথমে বোলিং করতেন। হয়তো দুর্বল হংকং এর বিরুদ্ধে নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছিলেন রোহিত। কিন্তু মহম্মদ হাফিজ ব্যাপারটাকে সম্পূর্ণ অন্য ভাবে নিয়েছেন।

হাফিজ মন্তব্য করেছেন, “রোহিত শর্মাকে দেখে মনে হয়েছে যে উনি হংকংয়ের বিরুদ্ধে হারার ভয় পাচ্ছিলেন। উনি পিচ দেখে বললেন যে পিচটা ব্যাটিংয়ের পক্ষে ভালো, আবার তারপর নিজেই বলছেন যে তিনি জিতলে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। ওর কথার কোনও মানে দাঁড়াচ্ছে না এবং সবাই সেটা দেখতে পাচ্ছে।” এশিয়া কাপ জিতে অফিসার এই মন্তব্যের পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর