বারাণসীতে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ কুস্তিগীর সাক্ষীর! নাম প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election)। আর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সামনের লোকসভা নির্বাচনেও বারাণসী থেকেই দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। বিরোধীরা এখনো পর্যন্ত তার মুখোমুখি দাঁড়াতে পারে এমন প্রার্থীর খোঁজ করে উঠতে না পারলেও এবার মাস্টারস্ট্রোক হতে পারেন সাক্ষী মালিক। নাম শুনে অনেকেই ঘাবড়ে গেলেও বাস্তবে এমনটাই হতে চলেছে।

কুস্তিগির সাক্ষী মালিক সম্প্রতি কুস্তি থেকে অবসর গ্রহণ করেছেন। খেলাধুলার ময়দানে থাকা অবস্থাতেই দেখা যায় রাজনীতির আসরে। কিন্তু অবসর নেওয়ার পর থেকেই I.N.D.I.A. জোটের পক্ষ থেকে তাকে নরেন্দ্র মোদীর বিপরীতে দাঁড় করানোর সিদ্ধান্ত নিলে সাক্ষী নিজেও একপ্রকার রাজি হয়ে যান।

এদিকে কয়েকদিন আগে রাজধানী দিল্লিতে I.N.D.I.A. জোটের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের তরফ থেকে কাউকে প্রার্থী করার। সেখানে মহিলা মুখ আনার কথাও সামনে আসে। এরপর সাক্ষী অবসর নিলে তাকেই আদর্শ চেহারা হিসেবে বেছে নিতে চাইছে ইন্ডিয়া জোট।

আরও পড়ুন : উজ্জ্বলা গ্যাসে ‘ভগবান’ মোদীকে চা করে খাওয়ালেন দলিত গৃহিনী! চমকে দেবে এই মহিলার পরিচয়

বিষয়টি নিয়ে I.N.D.I.A. জোটের এক নেতা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে মহিলা বিল পাশ করিয়ে নিয়ে দেশজুড়ে তার প্রচার করেন। মহিলাদের জন্য তিনি ও তার দল বিজেপি কতটা দরদি তা সবসময় তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু আসল চিত্রটা কী, তা দেশের মানুষের জানা দরকার। বিজেপির (BJP) সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা বারবার যৌন হেনস্তার অভিযোগে সোচ্চার হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে মোদি সরকার কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি। প্রতিবাদে কুস্তিগিররা পদ্মশ্রী থেকে শুরু করে খেলরত্ন, অর্জুনের মতো মোদি সরকারের আমলে দেওয়া সব পদক ফিরিয়ে দিচ্ছে। এর চেয়ে খারাপ দিন আর কী হতে পারে। সাক্ষী (Sakshi Malik) ইন্ডিয়া জোটের প্রার্থী হলে মানুষের সামনে এই সবকিছু আরও বেশি করে স্পষ্ট হয়ে যাবে।”

আরও পড়ুন : রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তি বসবে? চূড়ান্ত হল সিদ্ধান্ত, বড় ঘোষণা ট্রাস্টের

statesman 2023 06 25t185124.549

উল্লেখ্য বছর শেষের শেষদিনে অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে I.N.D.I. জোটের আসন ভাগাভাগি নিয়ে জোর দাবী করে তৃণমূল। কিন্তু তাতে বাকিদের সেরকম হেলদোল দেখা যায়নি। বাংলার বুকেও তৃণমূলের জোটসঙ্গী কংগ্রেস এবং সিপিআইএম এর আসন ভাগাভাগি নিয়ে কোনো তথ্যই সামনে আসেনি। এমতাবস্থায় দেখার লোকসভা ভোটে বাংলা সহ সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগি হয় কিভাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর