উজ্জ্বলা গ্যাসে ‘ভগবান’ মোদীকে চা করে খাওয়ালেন দলিত গৃহিনী! চমকে দেবে এই মহিলার পরিচয়

বাংলা হান্ট ডেস্ক : শনিবার সকালেই অযোধ্যা ভ্রমণে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সারাদিন ধরেই ঢালাও কাজ ছিল তার হাতে। এইদিন রোড শো-র পাশাপাশি স্থানীয় মানুষদের সাথেও খোশগল্পে মেতেছিলেন তিনি। এক দলিত পরিবারের (Dalit Family) হাতে তো চা অবধি খেলেন। আর তাও কী না আবার একেবারেই পরিকল্পনা ছাড়াই। কে সেই দলিত ব্যক্তি? জানতে চান তার পরিচয়?

শনিবার অযোধ্যা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় মানুষের ঢল নেমেছিল এইদিন। কনভয়ে চলার সময় আচমকাই রাজঘাটের মিরামপুর এলাকার বাড়ির সামনে তা থেমে যায়। গাড়ি থেকে নেমে আসেন প্রধানমন্ত্রী চলে যান সামনের বাড়িতে। সাথে নেমে আসে নিরাপত্তারক্ষীরাও।

জানা যায় ঐ বাড়িটি একটি দলিত ব্যক্তির। এই বাড়ির গৃহিনী উজ্জ্বলা যোজনার ১০ কোটিতম উপভোক্তা। এইদিন নিষাদ পরিবারের হাতের তৈরি চা খেলেন অযোধ্যার ঘরের ছেলে নমো। মিশে গেলেন অযোধ্যার আমজনতার মনের সঙ্গে। তাকে দেখে বোঝা দায় যে তিনি দেশের প্রধানমন্ত্রী নাকি পাড়ারই কোনও ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে খোস গল্প করতে থাকেন মোদী।

আরও পড়ুন : অযোধ্যায় আসতে মানা! ২২ জানুয়ারি দেশবাসীকে অন্য কাজ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জানা গেছে, ঐ উপভোক্তার নাম মীরা মাঞ্জি। তিনি নাকি জানতেনই না যে তার বাড়িতে এত বড় নেতার আগমন হবে। মীরার কথায়, ‘তিনি এসেছিলেন, তিনি আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। উজ্জ্বলা প্রকল্পে আমরা যে সুবিধা পাচ্ছি সে সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছিলেন। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কী রান্না করেছি। আমি বললাম ভাত, ডাল এবং সবজি… এবং চাও। তিনি জিজ্ঞাসা করলেন আমি চায়ের জন্য বলছি ঠাণ্ডায় তো চা দরকার।’

আরও পড়ুন : রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তি বসবে? চূড়ান্ত হল সিদ্ধান্ত, বড় ঘোষণা ট্রাস্টের

সেই সাথে মীরা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমরা তার আবাস প্রকল্পে বাড়ি পেয়েছি। আমরা জল পাচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এখন গ্যাসে রান্না করছি। এতে আমার সময় বাঁচবে। ধন্যবাদ আমার বাচ্চাদের সাথে আরও বেশি সময় কাটানোর জন্য।’ শোনা যাচ্ছে, অযোধ্যার নিষাদ সম্প্রদায়কে প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : বছর শেষে সুখবর! ৬০ নয় ৫০ পেরোলেই মিলবে পেনশন, বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

deccanherald 2023 12 b18464bc a04f 4909 b95c 7334f0291cc6 file7thcmf3xu2uyrtajisn

নরেন্দ্র মোদী নাকি চায়ের ফিডব্যাকও দিয়েছেন। তিনি নাকি জানিয়েছেন ‘চা নাকি বেশ মিষ্টি ছিল’। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই মন্দিরনগরী অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। তার আগেই সাজো সাজো রব গোটা শহরজুড়ে। তার আগেই মন্দিরের শেষ লগ্নের প্রস্তুতি সরেজমিনে দেখতে অযোধ্যায় পৌঁছেছিলেন নরেন্দ্র মোদী। সেই সাথে অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেলস্টেশনেরও উদ্বোধন করলেন আজ। বন্দেভারত সহ মোট ৮টি ট্রেনের ফ্ল্যাগ অফও হল তাঁর হাতেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর