প্রথমবার দেখা করতে ডেকেই যুবকের সর্বস্ব লুটে নিল ফেসবুক বান্ধবী! ঘটনা চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক: ফেসবুকের (Facebook) মাধ্যমে বন্ধুত্ব তৈরি এখন একটি সাধারণ ব্যাপার। কিন্তু, কখনও কখনও এহেন বন্ধুত্বের জেরে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলি খুব সহজেই উঠে আসে খবরের শিরোনামে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। জানা গিয়েছে যে, ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব স্থাপনের পরে একজন যুবতী দিল্লির (Delhi) অক্ষরধাম মেট্রো স্টেশনে দেখা করতে ডাকে এক যুবককে।

এদিকে, আধঘণ্টা অপেক্ষার পর অন্য একজন যুবক এসে নিজেকে ওই যুবতীর ভাই দাবি করে মারামারি শুরু করে দেয়। শুধু তাই নয়, সে ওই যুবকের পকেট থেকে দু’টি ফোন এবং ১২,০০০ টাকা বের করে অটোতে চেপে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে। এরপর ওই যুবকের অ্যাকাউন্ট থেকে টাকাও তুলে নেওয়া হয়। এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে এক মাস পর মামলা দায়ের করা হয়েছে মান্দাভালি থানায়।

Facebook girlfriend stole everything by calling to meet for the first time

ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব, তারপর দেখা করতে ডাকা: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, উত্তম নগরের দ্বারকা মোড়ে একজন ৩২ বছর বয়সী যুবক তাঁর পরিবারের সাথে থাকেন। তিনি পুলিশকে জানান, ফেসবুকের মাধ্যমে এক যুবতীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। এমতাবস্থায়, গত ৫ সেপ্টেম্বর অক্ষরধাম মেট্রো স্টেশনে দেখা করতে ডেকেছিল ওই মেয়েটি। সেখানে পৌঁছে তিনি মেয়েটিকে ডাকলেও সে তাঁকে অপেক্ষা করতে বলে। আধঘণ্টা পরে মেয়েটির কাছ থেকে একটি কল আসে এবং তাঁর লোকেশন সম্পর্কে জানতে চাওয়া হয়।

আরও পড়ুন: পাকিস্তানে ৭২ বছর ধরে বন্ধ ছিল হিন্দু মন্দির, দরজা খুলতেই যা হল! জেনে ধন্য ধন্য করবেন

এরপর সেখানে একটি ছেলে আসে। ওই যুবক দাবি করেছেন, ছেলেটি নিজেকে বান্ধবীর দাদা হিসেবে পরিচয় দেয় এবং তার বোনের সাথে কথা বললে মেরে ফেলার হুমকি দেয় ও মারধর শুরু করে। শুধু তাই নয়, ওই যুবক পালাতে চেষ্টা করলে তার পথও আটকে দেওয়া হয়। এমতাবস্থায়, তাঁর দু’টি ফোন এবং পার্স নিয়ে পালায় ওই ছেলেটি। এদিকে, পার্সের মধ্যে নগদ ১২,০০০ টাকা, আধার কার্ড এবং এটিএম কার্ড ছিল। এদিকে, ভুক্তভোগী যুবক লজ্জায় ওই সময় অভিযোগ করেননি বলে জানিয়েছেন।

আরও পড়ুন: এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট থাকলেই ৫ বছর পর হয়ে যাবেন মালামাল! বাঁচবে ট্যাক্সও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে টাকা: পাশাপাশি, ওই যুবক একটি ডুপ্লিকেট সিম নিয়ে জানতে পারেন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪২,০৬৭ টাকা তুলে নেওয়া হয়েছে। মূলত, তাঁর ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অনলাইন মানি ট্রান্সফার অ্যাপের বিবরণ ছিল। যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মাস পর গত বৃহস্পতিবার বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। পাশাপাশি, অভিযুক্তকে শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারির সাহায্য নিচ্ছে পুলিশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর