বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতারের প্রশাসনের আদেশ অনুযায়ী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক দিন আগে বিশ্বকাপের জন্য নির্মিত ৮টি স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফিফা। গোটা বিশ্বজুড়ে অনেক ফুটবলপ্রেমীরা ফিফার এই সিদ্ধান্তে অপ্রসন্ন হয়েছেন। তবে ফিফা সেই আপত্তিতে বেশি পাত্তা দিতে নারাজ। এই গোটা ঘটনাটিকে গুরুত্বই দিচ্ছেন না বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এটিকে কোনও সমস্যাই মনে করছেন না তিনি।
আজ কাতারের রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিফা সভাপতি জানান, যদি এটাই কিছু সংখ্যক ভক্তদের সবচেয়ে বড় সমস্যা হয়, তা হলে তিনি পুরোপুরি বিয়ার বন্ধের চুক্তিতেই নাকি তিনি সই করেই দেবেন। তার বক্তব্য হল, “স্টেডিয়ামে বিয়ার বিক্রি যাতে সম্ভব হয়, সেইজন্য শেষমুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি কিন্তু যদি তিন ঘণ্টা কোনও ব্যক্তি বিয়ার না খেয়ে থাকে, তাহলে তিনি মরে যাবেন না। এই কারণেই হয়তো ফ্রান্স, স্পেন, স্কটল্যান্ডে স্টেডিয়ামে মদ বিক্রি করা নিষিদ্ধ। হয়তো ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান।”
খেলা দেখতে গিয়ে যে বিয়ার পাওয়া যাবে তাতে অ্যালকোহল থাকবে না। ফিফা ফ্যান ফেস্টিভ্যালে ও শহরগুলির কিছু নির্বাচিত হোটেলে বিয়ার ছাড়াও হুইস্কি, রাম, ওয়াইন ইত্যাদি পাওয়া যাবে। স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুরোধে কাতার প্রাথমিকভাবে সম্মতি দিলেও পরবর্তীতে বেঁকে বসে। শুক্রবার সেই নিয়ম কার্যকর হলে সমর্থকদের সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ওঠে বিয়ার উৎপাদনকারী সংস্থাও। কারণ তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।
কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে খেলা চলাকালীন যদি আপনি এক গ্লাস জল কিনে খেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ১০ কাতারি রিয়েল। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আপনাকে কাতারের স্টেডিয়ামে এক গ্লাস জল খেতে খরচ করতে হবে ২২৩ টাকার একটু বেশি। এই অভাবনীয় খবর শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই।
টুর্নামেন্ট শুরুর অনেক আগে থেকেই কাতারের সরকার ঘোষণা করে দিয়েছে যে কাতারের মাটিতে প্রকাশ্যে মদ্যপান একেবারেই নিষিদ্ধ। সেই নিয়ম বজায় থাকছে বিশ্বকাপের স্টেডিয়াম গুলিতেও। আগে নিয়ম হয়েছিল আপনি যদি বিয়ার খেতে চান তাহলে তার জন্য আপনাকে স্টেডিয়ামের কেবিন ভাড়া করতে হবে। খোলা স্টেডিয়ামে বসে আপনি মদ্যপান করতে পারবেন না।কেবিনে বসেও আপনি যে অঢেল মদ গলায় ঢালতে পারবেন এমনটা হচ্ছে না। আপনাকে সর্বোচ্চ চার বোতল সূরা সরবরাহ করা হবে এবং ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে মদ বিক্রি বন্ধ করে দেওয়া হবে। মদ খেয়ে আপনি যাতে বেসামাল না হয়ে পড়েন সেই জন্যই এই ব্যবস্থা। কিন্তু এখন সেই ঝুকিটুকুও নিতে চায় না কাতার।