এক লিটার ডিজেলে ৬০ টাকা ভর্তুকি দেবে সরকার! সাবসিডি পেতে এভাবে করতে হবে আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমে খামখেয়ালি বর্ষার কারণে ইতিমধ্যেই দেশের বিস্তীর্ণ অংশে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, কিছু রাজ্যে আবার বন্যা পরিস্থিতি তৈরি হলেও বিহার, ঝাড়খণ্ড কিংবা উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে তীব্র দাবদাহের কারণে খরার আধিক্য ঘটেছে। এমতাবস্থায়, এই খরা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বিহার (Bihar) সরকার কৃষিকার্যের সেচের জন্য ডিজেল কেনার উপর কৃষকদের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুধু তাই নয়, বিহার সরকার খরা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের কৃষকদের কৃষি ফিডার থেকে ১৬ ঘন্টা যাবৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। এমনকি, সরকার কৃষকদের এটি ব্যবহার করার জন্য আবেদনও করেছে। অন্যদিকে, যেসব কৃষক ডিজেল পাম্প সেট দিয়ে সেচ করছেন তাঁদেরকে অনুদান দেওয়ার জন্য চলতি মাসের ২৯ তারিখ থেকে আবেদন গ্রহণ করছে সরকার।

ডিজেলে কত ভর্তুকি দেওয়া হবে: জানা গিয়েছে, বিহার সরকার ডিজেল পাম্পসেট থেকে খারিফ ফসলের সেচের জন্য ডিজেলের প্রতি লিটারে ৬০ টাকা হারে ভর্তুকি দেবে। পাশাপাশি, এক একর জমির ক্ষেত্রে এই ভর্তুকি দেওয়া হবে ৬০০ টাকা। এছাড়াও, সর্বোচ্চ ৮ একর জমির জন্য এই ভর্তুকির সুবিধা নেওয়া যাবে। জানা গিয়েছে, এর মাধ্যমে ধান ও পাট চাষের ক্ষেত্রে সর্বোচ্চ ২টি সেচের জন্য প্রতি একরে ১,২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।

অন্যদিকে, স্থায়ী ফসল অর্থাৎ ধান, ভুট্টার পাশাপাশি অন্যান্য খারিফ ফসলের অধীনে থাকা ডাল, তৈলবীজ, শাকসবজি, ঔষধি ও সুগন্ধি গাছের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ টি সেচের জন্য প্রতি একরে ১,৮০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে। এক্ষেত্রেও, কৃষকেরা সর্বোচ্চ ৮ একর জমির জন্য ডিজেল ভর্তুকির সুবিধা পাবেন।

এই কৃষকরা ডিজেল ভর্তুকির সুবিধা পাবেন: প্রকল্পের অধীনে, রায়ত এবং অ-রায়ত উভয় কৃষকদের ক্ষেত্রেই ডিজেল ভর্তুকি দেওয়া হবে। তবে, যেসমস্ত কৃষক অন্যের জমিতে চাষ করেন (অ-রায়ত) তাঁদের যাচাই করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এবং কৃষি সমন্বয়কারী দ্বারা চিহ্নিত করা হবে। তবে, পুরো প্রক্রিয়ায় যাতে শুধুমাত্র সঠিক কৃষকরাই এর সুবিধা নিতে পারেন সেদিকেও নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই প্রকল্পে শুধুমাত্র সেই কৃষকরা আবেদন করতে পারবেন যাঁরা ডিজেল ব্যবহার করে সেচের কাজ করেন। এই বিষয়টিও সংশ্লিষ্ট কৃষি সমন্বয়কারী যাচাই করে দেখবেন।

এই ভর্তুকি নিতে সংশ্লিষ্ট বিষয়গুলি মাথায় রাখুন: যেসমস্ত কৃষক অনলাইন মারফত রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র তাঁরাই এর সুবিধা পাবেন। পাশাপাশি, পেট্রোল পাম্প থেকে ডিজেল কেনার পরে ডিজিটাল ভাউচারে থাকা কৃষকদের ১৩ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বরটিকেই মান্যতা দেওয়া হবে। সর্বোপরি, কৃষকরা শুধুমাত্র আগামী ৩০ অক্টোবর, ২০২২ পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ, এরপরে কেনা ডিজেলে ভর্তুকি দেওয়া হবে না।

India Plans to Convert Water Pumps from Diesel to Solar

কোথায় করবেন আবেদন: এই প্রকল্পের সুবিধা নিতে, বিহারের কৃষকদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বিহার সরকারের কৃষি বিভাগ অথবা https://state.bihar.gov.in/krishi/CitizenHome.html বা https://dbtagriculture.bihar.gov.in-এই ওয়েবসাইটগুলিতে অনলাইনে এই প্রকল্পের অধীনে ডিজেল অনুদানের জন্য আবেদন করতে পারেন কৃষকেরা। এছাড়াও, কৃষক প্রকল্পের সাথে সম্পর্কিত আরও তথ্যের জন্য, আপনি আপনার নিজ নিজ কৃষি সমন্বয়কারী/ ব্লক কৃষি অফিসার/ মহকুমা কৃষি আধিকারিক/ জেলা কৃষি অফিসার বা কৃষি কল সেন্টারের টোল ফ্রি নম্বর 1800-180-1551-এর সাথে যোগাযোগ করতে পারেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর