ফারুক আবদুল্লার গৃহবন্দির মেয়াদ বাড়ল, ট্যুইটে দুঃখ প্রকাশ মমতার

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের আগস্ট মাসেই কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা তুলে নেওয়া হয়েছে তার পর থেকেই গৃহবন্দি সে রাজ্যের নেতৃত্বরা। মন কি সেরা জের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও বন্দি রয়েছেন এবং তাঁর গৃহবন্দি মেয়াদ বাড়িয়ে দিয়েছে তিন মাস। যেহেতু  জন নিরাপত্তার খাতিরেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছিল কিন্তু ভাবির পরিস্থিতি ফিরে আসার পর এবং জম্মু কাশ্মীর দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হওয়ার পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি আর তাই রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে গৃহবন্দি রয়েছেন এবং আরও তিন মাসের জন্য থাকবেন।mamata file photo

তবে এ বার তাঁর গৃহবন্দি দশার মেয়াদ বৃদ্ধি করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বিষয়টি খুবই দুঃখজনক বলে জানান। আসলে যে ভাবে গোটা উপত্যকার পরিস্থিতি সে সময় অশান্ত হয়ে উঠেছিল তাই পরিস্থিতি সামলানোর জন্য কেন্দ্রের তরফে এবং স্থানীয় প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু রাজনৈতিক নেতা না এখনও অবধি আটক ও গৃহবন্দি হয়ে রয়েছেন।

সম্প্রতি কেন্দ্রের সমালোচনা করে ফারুক চিঠি দিয়ে লেখেন, আমরা কেউ অপরাধী নই কিন্তু সংসদের একজন প্রবীণ সদস্য ও রাজনৈতিক দলের নেতার সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জম্মু, কাশ্মীর ও লাদাখকে ভাগ করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। এবার থেকে লাদাখ একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল এবং জম্ম-কাশ্মীর একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল।

সরকারের সিদ্ধান্তের উপর চরম আক্রোশ প্ৰকাশ করেছেন কট্টরপন্থী নেতারা। মেহেবুবা মুফতি আজকের দিনকে কালো দিন বলে ঘোষণা করে দিয়েছেন। তবে কাশ্মীরে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে না চলে যায় তার জন্য মেহেবুবা , উমর আব্দুল্লাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

 

সম্পর্কিত খবর