আর নেই সময়! FASTag ব্যবহারকারীরা আজকের মধ্যেই করুন এই কাজ, নাহলেই বিপদ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রতিটি গাড়িতেই FASTag ব্যবহার করা হয়। যার মাধ্যমে টোল প্রদান খুব সহজেই সম্পন্ন হয়। আর সেই কারণেই টোল প্লাজাগুলিতে আর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না যানবাহনগুলিকে। এমতাবস্থায়, আপনিও যদি FASTag ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (National Highways Authority of India, NHAI) সমস্ত FASTag ব্যবহারকারীকে ৩১ জানুয়ারির মধ্যে তাঁদের FASTag-এর KYC সম্পূর্ণ করতে বলেছে।

অর্থাৎ, এই কাজটি করার জন্য শুধুমাত্র আজকের দিনটিই রয়েছে। তাই, যাঁরা এখনও Fastag-এর KYC-র প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাঁরা অবিলম্বে এটি করে ফেলুন। নাহলে তাঁদের FASTag ব্ল্যাকলিস্ট করা হবে। এমনকি, আপনার বকেয়া ব্যালেন্সও আটকে যেতে পারে। তাই, এহেন সমস্যা এড়িয়ে যেতে এখনই করে নিন FASTag-এর KYC। উল্লেখ্য যে, আপনি যদি আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে FASTag-এর KYC না করেই টোলে যান, সেক্ষেত্রে আপনার FASTag থেকে টোল কাটা হবে না। এমন পরিস্থিতিতে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার FASTag-এর KYC আপডেট করা উচিত। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রক্রিয়াটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

FASTag কি: প্রথমেই জানিয়ে রাখি যে, FASTag হল এমন একটি ইলেকট্রনিক সিস্টেম যেখানে আপনার গাড়ির সামনের উইন্ডশিল্ডে একটি স্লিপ রাখা হয়। ওই স্লিপে একটি কোড দেওয়া থাকে যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। আপনার গাড়ি টোল প্লাজায় পৌঁছনোর সাথে সাথে টোল ট্যাক্স ওই স্লিপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এই সিস্টেমে RFID প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

FASTag users must do this by january 31 today

কিভাবে FASTag KYC আপডেট করবেন: FASTag-এর KYC আপডেট করতে, নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।
১. প্রথমে FASTag-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে এবং OTP-র মাধ্যমে লগ ইন করতে হবে।
২. তারপরে “মাই প্রোফাইল” সেকশনে গিয়ে আপনাকে KYC ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে চাওয়া সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করুন।
৩. এবার আপনার FASTag-এর KYC সম্পূর্ণ হবে।

আরও পড়ুন: “মোদী ও ভারতীয়দের কাছে ক্ষমা চান”, সরব হলেন মালদ্বীপের বিরোধী নেতা, বিরাট চাপে মুইজ্জু

FASTag KYC-র জন্য প্রয়োজনীয় নথি:
১. আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট
২. ID প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ড
৩. অ্যাড্রেস প্রুফ
৪. পাসপোর্ট সাইজ ফটো

আরও পড়ুন: মেজাজের সাথে এগিয়ে যাচ্ছে ভারত, অর্থনীতিতে উঠছে ঝড়! উল্টোদিকে ইউরোপের গ্রোথ পৌঁছল “Zero”-তে

এইভাবে চেক করুন FASTag KYC-র স্ট্যাটাস:
১. এরজন্য আপনাকে FASTag-এর ওয়েবসাইটে যেতে হবে।
২. এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন এবং OTP-র মাধ্যমে লগ ইন করুন।
৩. তারপরে “মাই প্রোফাইল” সেকশনে গিয়ে আপনি আপনার FASTag-এর KYC স্ট্যাটাস দেখতে পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর