নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৭, আহত ৪৫

Published On:

বাংলাহান্ট ডেস্ক : তামিলনাড়ুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও অবধি অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৪৫ জন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।জানা যাচ্ছে, শনিবার রাতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষ্যে পাত্র এবং নিমন্ত্রিতদের নিয়ে তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে আসছিল ওই বাসটি।

বাসটির যাওয়ার কথা ছিল তিরুচানুরে। সেখানেই বসেছিল বিয়ের আসর। রবিবার ভোরে বিয়ের অনুষ্ঠান থাকায় রাতেই রওনা হন নিমন্ত্রিতরা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে আর সামিল হওয়া হল না তাঁদের। তার আগেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। চিত্তুর জেলার তিরুপতির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস।

দুর্ঘটনার সময় বাসটিতে ছিলেন বর সহ ৫২ জন বরযাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। বর সহ আহত ৪৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতদের মধ্যে ১০ টি শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তিরুপতির ভাকারাপেটগা এলাকায় প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। এত নীচে পড়ায় উদ্ধারকাজেও যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পুলিশ সূত্রে খবর, মাঝরাতে অন্ধকারের কারণেই পাহাড়ি রাস্তার বাঁক বুঝতে পারেননি ওই বাসের চালক। সেই সময় যথেষ্ট বেশি ছিল বাসের গতিও। আর তার জেরেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছেন তিরুপতির পুলিশ সুপারও। এহেন মর্মান্তিক ঘটনায় যে বিয়ের অনুষ্ঠানের আনন্দ মুহুর্তেই শোকপুরীতে পরিনত হয়েছে তা বলাই বাহুল্য। পুরো ঘটনায় শোকস্তব্ধ এলাকা।

X