বড়সড় বিপদ! গঙ্গার তলা দিয়ে মেট্রো উদ্বোধন হলেও, আটকে রইল শিয়ালদা-ধর্মতলার কাজ

বাংলা হান্ট ডেস্ক : বিগত বহুদিন ধরেই চর্চায় রয়েছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর (Sealdah Dharmatala Metro) কাজ। এই লাইনে মোট আটটি ক্রস প্যাকেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে কোনও বাধা ছাড়াই চারটি ক্রস প্যাকেজ তৈরি হয়ে গেছে। তবে শিয়ালদার (Sealdah Metro) দিকে দুটি প্যাসেজে সমস্যা রয়েছে বলে জানিয়েছে KMRCL। কর্মকর্তাদের আশঙ্কা, এই দুটি প্যাসেজের কাজ করতে গেলে ভূগর্ভস্থ জল উপরে উঠে আসতে পারে।

উল্লেখ্য যে, গত শনিবারই KMRCL কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহ শাখায় ১ এবং ৩ নম্বর প্যাসেজের দিকে বিপদের আশঙ্কা রয়েছে। এই দুই জায়গার মাটির অবস্থা মোটেও ভালো নয়। খোঁড়াখুঁড়ি শুরু করলে বেশ ভালো ফোর্সের সাথে জল বেরিয়ছ আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। আপাতত এই সমস্যারই সমাধান খুঁজছেন তারা।

   

মদন দত্ত লেনের নিচেই রয়েছে ২ নম্বর ক্রস প্যাসেজটি। সমস্ত সুরক্ষা নিশ্চিত করলেও সেখানে জলস্রোত আটকানো যায়নি। অথচ পলিউথিরিনের মত উচ্চমানের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল এখানে। আর এই কারণেই ১ এবং ৩ নম্বর ক্রস প্যাসেজ নির্মাণ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে KMRCL। এখন প্রশ্ন হল, এই সমস্যার সমাধান কী এবং কী এই ক্রস প্যাসেজ?

আরও পড়ুন : ‘সব সত্যি বাইরে আসবে…’, শাহজাহানকে নিয়ে বিষ্ফোরক কন্যা সাবিনা

উল্লেখ্য, মূলত দুটি টানেলের মধ্যে যে প্যাসেজ থাকে তাকে বলা হয় ক্রস প্যাসেজ। একটি টানেল রয়েছে শিয়ালদহ থেকে এবং অপরটি রয়েছে এসপ্ল্যানেডের দিক দিয়ে। জরুরীকালিন অবস্থা অর্থাৎ মেট্রো চলাকালীন কোনও বিপদ ঘটে গেলে এই ক্রস প্যাসেজ দিয়ে যাত্রীদের এক লাইন থেকে অন্য লাইনে আনা হয়। যে কারণে ক্রস প্যাসেজ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : SIP-তে বিনিয়োগের এই ৫টি নিয়ম জানুন, নাহলে ডুবতে পারে আপনার কষ্টার্জিত টাকা

1655814085 sealdah

সম্প্রতি এই ক্রস প্যাসেজেরই কাজ করছিলেন কেএমআরসিএলের অন্তর্গত নির্মাণকারী সংস্থার কর্মীরা। তখনই গ্রাউটিং-র কাজ করতে গিয়ে ভূগর্ভস্থ জল বেরিয়ে পড়ে। তারপরই খোঁড়াখুঁড়ি বন্ধ করে দেয় কর্মীরা। আপাতত এই সমস্যার সমাধান খুঁজছে কর্মীরা। তবে আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই চালু হয়ে যাবে পরিষেবা। অক্টোবরের শেষের দিকেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে।

 

 

 

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর