সকাল ৯টা পর্যন্ত বাম্পার ভোটিং, সবথেকে বেশি ভোট পড়ল জলপাইগুড়িতে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম দফার ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। পূর্ব বর্ধমানে বিজেপির পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আরেকদিকে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ায় সল্টলেকের শান্তিনগরে। বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত এলাকার পরিদর্শনে গেলে বিজেপি-তৃণমূলের কর্মীদের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। বিজেপির প্রার্থী সব্যসাচী দত্ত বলেন, এটাই বাংলার বর্তমান পরিস্থিতি। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।

saltlake

আরেকদিকে, কল্যাণীর গয়েশপুরে বিজেপির নেতার বাড়িতে বোমা রাখার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল।

সকাল ৯ পর্যন্ত ভোট পড়েছে ১৬.১৫%। জলপাইগুড়িতে ভোট পড়েছে ১৮.৬৫%। নদীয়াতে ভোট পড়েছে ১৬.৪৫%।  পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ১৬.০৬%। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ১৫.১৩%। দার্জিলিংয়ে ভোট পড়েছে ১৪.৭৩%।  কালিম্পং-এ ভোট পড়েছে ১৪%।

Koushik Dutta

সম্পর্কিত খবর