বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে বহু ঘটনার ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, আনলক ২-এও তাঁর ব্যতিক্রম হল না। বারাণসীর লঙ্কা থানা এলাকার একটি ঘটনা সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হতেই চারিদিকে শোরগোল পড়ে গেছে। উত্তরপ্রদেশের পুলিশ কর্মী এবং বিজেপির (Bharatiya Janata Party) নেতাদের মধ্যেকার মারপিটের একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
পুলিশের সঙ্গে বচসা থেক হাতাহাতি
মাস্ক না পড়ার কারণে স্থানীয় নেতার প্ররোচনায় পুলিশকে মারধরের একটি ভিডিও প্রাকাশ্যে আসে। বারাণসীর লঙ্কা থানা সংলগ্ন সুন্দরপুর ফাঁড়ি এলাকার ঘটনা। করোনা হটস্পট হওয়ার কারণে সেখানে সৈন্যদের নিয়ে পুলিশ টহলদারী করছিল। আচমকাই সেখানে বাইকে করে পৌঁছায় বিজেপির জেলা পঞ্চায়েত সদস্য সুরেন্দ্র প্যাটেল এবং তার ভাই বিন্দু প্যাটেল। পুলিশ মাস্ক না পরার কারণে পুলিশের সাঙ্গে বচসায় জড়ায়। তা শেষ অবধি মারপিটে গড়ায়।
বারাণসীর লঙ্কা থানা এলাকার সুন্দরপুর ফাঁড়ি ইনচার্জের সঙ্গে বচসা থেকে মারপিটের এই ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ওঠে নিন্দার ঝড়ও। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা এবং তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।