নিন্দুকদের যোগ্য জবাব! বিশ্বকাপে সুযোগ না পাওয়া ঈশান জ্বলে উঠলেন T-20 ফরম্যাটে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ব্যর্থতা এখন অতীত। এই মুহূর্তে সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ ভারতীয় দল (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপের (2024 T20 World Cup) প্রস্তুতি শুরু করে দিল আজ থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচে তারা নেমেছে বিশাখাপত্তনমের মাটিতে। আর সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।

বঞ্চনা ও অফ ফর্ম:

বিশ্বকাপের আগে তিনি অসাধারণ ফর্মে ছিলেন, কিন্তু বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে চলতি বছরে তার ব্যাট একেবারেই কথা বলছিল না। মনে রাখার মতন একটি ইনিংসও তিনি খেলতে পারেননি শেষ কিছু সময়। কিন্তু আজ টি-টোয়েন্টির সেই ব্যর্থতা তিনি কাটিয়ে উঠলেন।

চরম পরীক্ষা দিয়ে সফল ঈশান:

অস্ট্রেলিয়া আজ ঈশান কিষাণের দুর্বলতা অত্যন্ত ভালোভাবে মেপে নিয়ে এসেছিল। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা ক্রমাগত তার থেকে অনেক দূরে বোলিং করে যাচ্ছিলেন। কিন্তু ধৈর্য হারিয়ে খারাপ শট খেলেননি তিনি। নিজেরে নাগালের মধ্যে বল পেলেই গ্যালারিতে পাঠানোর চেষ্টা করেছেন এবং লেগ স্পিনারদের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করে শেষপর্যন্ত ৩৯ বলে দুটি চার এবং পাঁচটি ছক্কা সহ ৫৮ রান করে তরুণ ভারতীয় বংশোদ্ভূত অজিত স্পিনার তানভীর সঙ্ঘার শিকার হয়ে ফেরেন তিনি।

big ishan

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলেননি কেন?

তিনি বারবার ওডিআই ফরম‍্যাটে একাধিক অসাধারণ ইনিংস খেললেও শুভমান গিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিল। গিল ডেঙ্গুর কারণে অসুস্থ থাকার সময় তিনি অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন। অজিতের বিরুদ্ধে তিনি কোন রান্না করেই ড্রেসিংরুমে ফিরেছিলেন কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৪৭ রান করেছিলেন। তবে এরপর তাকে আর কোনরকম সুযোগ দেওয়ার কথা ভাবেনি টিম ম্যানেজমেন্ট। লোকেশ রাহুলকে এই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলিয়ে গিয়েছিলেন তারা।

আরও পড়ুন: ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর

পরবর্তী লক্ষ্য:

এই সিরিজে টানা ৫ টি ম্যাচ খেলে ঈশান চেষ্টা করবেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের স্থানটা সুপ্রতিষ্ঠিত করার। রোহিত শর্মা সম্ভবত টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে চান না। সেক্ষেত্রে শুভমান গিলের সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে কি পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন সেই নিয়ে প্রতিযোগিতা চলবে ভালোই। ঈশানের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালরা। এদের মধ্যে প্রথম জন আজ একটি ও বল খেলার সুযোগ না পেয়ে রান আউট হয়ে ফিরেছেন। যশস্বী অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে ৮ বলে ২১ রান করে আউট হন। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের জুন মাসে। তার আগেও বিজেটুকু সুযোগ পাবেন সেটুকুই কাজে লাগানোর চেষ্টা করতে হবে ঈশানকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর