“বিরাট কতটা নির্মম হতে পারে সেটা সবাই জানি, তাই ওকে স্লেজিং না করায় ভালো” সতর্ক করলেন অ্যারন ফিঞ্চ

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (India vs Australia test series) ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে এই সিরিজের সবথেকে আকর্ষনীয় ব্যাপার হল বিরাট কোহলি (Virat kohli) বানম স্টিভ স্মিথ (Stive smith) দ্বৈরথ। তবে দুর্ভাগ্যের বিষয় এবার এই সমস্ত কিছু থেকে বঞ্চিত হতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ প্রথম টেস্ট ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে (Virat kohli) ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া (Indian team)।

তবে এই টেস্ট সিরিজ শুরুর আগে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়া আগেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই টেস্ট সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে স্লেজিং করা মোটেও ভালো হবে না। এবার অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাবধান করে দিলেন অস্ট্রেলিয়া টেস্ট দলকে। তিনি বললেন বিরাট কোহলিকে স্লেজিং করলে কোন লাভ হবে না অস্ট্রেলিয়ার বরং এতে ফল আরও খারাপ হতে পারে।

kohlifinch240219

আইপিএলে বিরাট কোহলি এবং অ্যারন ফিঞ্চ দুজনেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে। আইপিএলে একই দলের হয়ে খেলায় বিরাট কোহলিকে সামনে থেকে দেখেছেন অ্যারন ফিঞ্চ। সেই অভিজ্ঞতা থেকেই অ্যারন ফিঞ্চ বললেন, “এখন আগের থেকে অনেক বেশি ঠান্ডা মস্তিষ্কের বিরাট। ও মাঠের মধ্যে অধিনায়ক হিসেবে খুবই ঠান্ডা মস্তিষ্কে দল পরিচালনা করে। তবে ওকে একবার রাগিয়ে দিলেন সেটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিরাট কতটা নির্মম হতে পারে তা আমাদের কারুরই অজানা নেই। তাই বিরাট কোহলিকে স্লেজিং না করায় উচিত।”


Udayan Biswas

সম্পর্কিত খবর