ভয়াবহ আগুন কাশ্মীরে সেনার ট্যাংকে! অগ্নিদগ্ধ হয়ে অন্তত চার জওয়ানের মৃত্যু

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরে ভারতীয় সেনার গাড়ি সম্মুখীন হল ভয়াবহ দুর্ঘটনার। বৃহস্পতিবার আচমকা আগুন লেগে যায় কাশ্মীরের (Kashmir) পুঞ্চ (Poonch) সেক্টরে সেনার একটি ট্রাকে। সূত্রের খবর এই দুর্ঘটনায় অন্তত চার জওয়ানের মৃত্যু হয়েছে। অনুমান করা হচ্ছে আরো বৃদ্ধি পেতে পারে হতাহতের সংখ্যা। সেনার উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে।

সেনা সূত্রে খবর, একদল জওয়ান একটি ট্রাকে করে যাচ্ছিলেন। সেনার এই ট্রাকে হঠাৎ করে আগুন লেগে যায় ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে। গাড়ির চলন্ত অবস্থাতেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই দুর্ঘটনার পরবর্তী সময়ের ছবি সামনে এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সেনা ট্রাকটি রীতিমতো পরিণত হয়েছে একটি আগুনের গোলায়।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে রীতিমতো বেগ পেতে হয় উদ্ধার কার্যে। উদ্ধার কাজ শুরু হওয়ার পর দেখা যায় যে চার জওয়ানের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। তবে ওই ট্রাকের কতজন সেনা ছিলেন সেই সংখ্যা এখনো পরিষ্কার নয়। তাই এখনো অনুমান করা যাচ্ছে না যে কতজন হতাহত হয়েছেন। আগুনের তীব্রতা দেখে অনুমান করা হচ্ছে যে ট্রাকে থাকা সবাই হয়তো নিহত হয়েছেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো উদ্ধার কাজ চলছে। কিন্তু কিভাবে আগুন ধরে গেল এই সেনার ট্রাকে? জানা গিয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত হওয়ার জন্য এই ট্রাকে আগুন লেগে যায়। এরই সাথে নাশকতার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না সেনা কর্তৃপক্ষ। সেনার তরফে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত তদন্তের।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর