বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বিয়েবাড়ি! জ্বলছে ৬ ঘণ্টা ধরে, পুড়ে মৃত ১

বাংলা হান্ট ডেস্ক : বিয়ে বাড়ি মানেই সাজগোজ-খাওয়া-দাওয়া আর হাসি মজার নানান আনন্দের মুহূর্ত। মঙ্গলবার বোধ হয় ঠিক এমনই পরিবেশ ছিল উত্তর প্রদেশের নয়ডার একটি বিলাসবহুল বিয়ে বাড়িতে। এমনিতেই দেশ জুড়ে এখন উৎসবের মেজাজ। এমন সময় বিয়ে বাড়িতে সবাই বেশ খোস মেজাজেই হাসি-ঠাট্টায় মশগুল।

ভোররাতে বিয়ে বাড়িতে আগুন (Fire Incident)

তখনও কেউ ঘুণাক্ষনেও টের পাননি সামনেই তাঁদের সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ বিপদ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই সেই আনন্দের মুহূর্ত বদলে যায় বিষাদে। বিয়েবাড়ি পরিণত হয় জতুগৃহে (Fire Incident)। বিধ্বংসী আগুনের (Fire Incident)। গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় নয়ডার সেক্টর ৭৪-এ অবস্থিত বিলাসবহুল ব্যাঙ্কোয়েট হল লোটাস গ্রান্ডেওর।

পুলিশ সূত্রে খবর ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজন ইলেকট্রিশিয়ানের। বুধবার সকাল পর্যন্ত চলেছে আগুন (Fire Incident)। নেভানোর কাজ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। জানা গিয়েছে আজ ভোররাতেই ওই অভিজাত ব্যাঙ্কোয়েট হলে ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকান্ড। কিন্তু কিভাবে লাগল এই আগুন?

এখনো পর্যন্ত সেই তথ্য জানা না গেলেও, অনুমান করা হচ্ছে ওই ব্যাঙ্কোয়েট হলটি আয়তনে অনেকটা বড় হওয়ায় এবং বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই খুবই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে বুধবার সকাল গড়িয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। জানা যায় আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে হাজির হয় মোট ১৫টি দমকলের ইঞ্জিন।

আরও পড়ুন : আলুর দাম বাড়ছে কেন?‌ মুখ্যসচিবের নির্দেশে হাঁফ ছেড়ে বাঁচল রাজ্যবাসী

কিন্তু ওই বিয়ে বাড়িতে ইলেকট্রিশিয়ানের মৃত্যু কি ভাবে হল? তা নিয়ে প্রশ্ন উঠতেই জানা গিয়েছে ওই ব্যাঙ্কোয়েট হলে বেশ কিছুদিন ধরেই সারাইয়ের কাজ চলছিল। ভিতরে তারই কাজ করছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন ইলেকট্রিশিয়ানের এই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে। তিনি ছাড়া ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে নয়ডার ডিসিপি রামবতন সিং জানিয়েছেন ওই ব্যাঙ্কোয়েট হলে রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার খবর আসে। খবর পেয়েই তারা  সঙ্গে সঙ্গে দমকল বাহিনী দিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দ্রুততার সাথে শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু কি কারণে ওই আগুন লাগে তা এখনও পর্যন্ত জানা যায়নি।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর